ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

লিটনের ব্যাটিং নিয়ে কথা বলার কাজ আমার না: শান্ত

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ২৫ মার্চ ২০২৪   আপডেট: ১৭:৪১, ২৫ মার্চ ২০২৪
লিটনের ব্যাটিং নিয়ে কথা বলার কাজ আমার না: শান্ত

সিলেট টেস্টে ৩২৮ রানে হারের পোস্টমর্টেম করতে গেলে একটি বিষয়ই সর্বপ্রথম সামনে আসবে। টপ ও মিডল অর্ডারের ব্যাটিং পারফরম্যান্স। দুই ইনিংসেই নতুন বলে প্রচণ্ড বাজে পারফরম্যান্স বাংলাদেশের ব্যাটসম্যানদের। প্রথম ইনিংসে মাত্র ৮৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে একই সংখ্যক উইকেট হারানোর ক্ষেত্রে সংখ্যাটা নেমে আসে ৩৭ রানে। 

দুই ওপেনার জয় ও জাকির চরমভাবে ব্যর্থ। অধিনায়ক শান্ত ছিলেন নিষ্প্রভ। শাহাদাত সুযোগ আরো একবার কাজে লাগাতে ব্যর্থ। মুমিনুল প্রথম ইনিংয়ে ভালো না করলেও দ্বিতীয় ইনিংসে ৮৩ রান করে কিছুটা আশা দেখিয়েছিলেন। চরম হতাশা ছড়িয়েছেন লিটন। প্রথম ইনিংসে আলগা শটে বোল্ড হওয়ার পর দ্বিতীয় ইনিংসে উইকেট আত্মাহুতি দিয়েছেন। ডাউন দ্য উইকেটে এসে তেড়েফুড়ে শট খেলেছেন। যা হবার তাই হয়েছে। উইকেট উপহার দিয়ে আসেন প্রতিপক্ষকে। 

দলের বিপর্যয়ে লিটনের ব্যাখ্যাতীত শটের কোনো কারণ খুঁজে পান না কেউ। টেস্ট খেলার যে ধৈর্য, টেস্ট খেলার যে মানসিকতা তা একটু দেখাতে পারেননি। এমন ব্যাটিং মনোভাবের ব্যাখ্যা কেউই দিতে পারছেন না। কেউই খুঁজে পাচ্ছেন না। সিলেটে বিধ্বস্ত হওয়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে এসেছিলেন। লিটনের মতো শান্তও নিজের উইকেট বিলিয়ে আসেন। অফস্টাম্পের বাইরের এক হাত দূরের বল খোঁচা মেরে আউট হন। 

শান্ত নিজের আউট নিয়ে ব্যাখ্যা দিলেও লিটন ইস্যুতে কিছুই বলতে পারলেন না, ‘লিটনের আউটটা নিয়ে আসলে আমি বলতে পারব না। লিটনই ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে হ্যাঁ, সাধারণত টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট খুব একটা দেখা যায় না।’

‘আমার আউটটা নিয়ে যেটা বলতে পারব, ভুল বল বেছে নিয়েছিলাম। উইকেট যেমন ছিল, নতুন বলে এ ধরনের বল টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে ছেড়ে দেওয়া উচিৎ। আমার মনে হয় মিস জাজমেন্ট।’ – আরও যোগ করেন শান্ত।

অধিনায়কত্বের দায়িত্ব কেবল মাঠের ভেতরটা সামলানো নয়। মাঠের বাইরেও নেতা হতে হয়। কোন ক্রিকেটারের কী সমস্যা হচ্ছে, কোন ক্রিকেটারের কি করা উচিৎ, কি করা উচিৎ নয় সেসবও দেখভালের দায়িত্ব অধিনায়কের। শান্ত অবশ্য এসব এড়িয়ে যেতে চাইছেন। শুধু লিটন নয়, নির্দিষ্ট কোনো ক্রিকেটারের পারফরম্যান্স নিয়েই ব্যক্তিগতভাবে কথা বলার পক্ষে নন তিনি।

এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘নির্দিষ্ট শট নিয়ে কথা বলার জন্য ব্যাটিং কোচ আছেন। কেন খেলেছেন কী কারণে খেলেছেন এটা নিয়ে ব্যাটিং কোচ তার সাথে কাজ করবে। এটা আমার কাজ না। এ আউট নিয়ে খুব বেশি কথা বলার দরকার সেটাও আমি মনে করছি না। ঠিকমতো হলে এটা নিয়ে এত কথা হতো না। আউট তো আউটই। তবে এ ধরনের আউট যেন না হয়, ব্যাটিং কোচ বা লিটন আরও ভালোভাবে পরিকল্পনা করবে।’

সাদা বলের ক্রিকেটে এমনিতেই লিটন ধুঁকছিলেন। সর্বশেষ পাঁচ ওয়ানডেতে তিনি রান করেছেন ২২, ৬, ১*, ০ ও ০। ওয়ানডে থেকে তাকে বাদ দেওয়ার পর টি-টোয়েন্টির পারফরম্যান্সও সামনে আসছে। যেখানে সর্বশেষ পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান ৩৫, ৪১*, ০, ৩৬ ও ৭।

আশানুরূপ পারফরম্যান্স না হওয়ায় লিটনকে বাদ দেওয়া হয়েছিল। টেস্টে দলে ফিরে ঠিকঠাক প্রস্তুতি নিয়ে মাঠে নামলেও ২২ গজে তার অফফর্ম চলমান। যেভাবে উইকেট বিলিয়ে এসেছেন তাতে তার নিবেদন নিয়ে প্রশ্ন তোলা যায়। লিটনকে ওয়ানডে দল থেকে বিশ্রাম দেওয়ার চিন্তাতেই তাকে বাদ দেওয়া হয়েছে। এই বিরতি লিটনের কাজে আসবে বলেই বিশ্বাস তার। 

‘শেষ ওয়ানডেতে যখন লিটন ছিল না, আমরা ওর ব্রেকের কথাই চিন্তা করেছি। কারণ ও অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান এখন পর্যন্ত। হ্যাঁ কয়েকটা ইনিংস খারাপ গেছে। আমাদের উচিৎ এ সময়টায় তার পাশে থাকা। কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড় সবাই ওকে সাপোর্ট করছে। সে নিজেও এটা নিয়ে চিন্তা করছে। আমি খুবই আশাবাদী পরের ম্যাচে লিটন খুব ভালো করতে পারবে।’ – বলেন শান্ত।

সিলেট/ইয়াসিন/বিজয়

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়