ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

বাস্তবতা মেনে নিয়ে শান্ত বললেন, ‘উন্নতি কম হয়েছে’

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ২৫ মার্চ ২০২৪  
বাস্তবতা মেনে নিয়ে শান্ত বললেন, ‘উন্নতি কম হয়েছে’

নিউ জিল্যান্ডের বিপক্ষে যে মাঠে দাপুটে জয় পেয়েছিল সেই মাঠেই শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত বাংলাদেশ। বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশ নিউ জিল্যান্ডকে আতিথেয়তা দিয়েছিল। সিলেটে শান্তর অধিনায়কত্বের প্রথম ম্যাচে দারুণ জয় পায় বাংলাদেশ। কিন্তু তিন মাসের ব্যবধানেই ভিন্ন চিত্র দেখতে হলো। শ্রীলঙ্কার বিপক্ষে প্রচণ্ড বাজে পারফরম্যান্সে স্রেফ অসহায় শান্তর দল। দুই ইনিংসের কোনোটিতেই দুইশ করতে পারেনি। ফিফটি কেবল একটি। নেই কোনো সেঞ্চুরির ইনিংস।

এমন বিবর্ণ পারফরম্যান্স ঘরের মাঠে অনেক দিন পর করল বাংলাদেশ। অথচ এক সিরিজ আগেই শান্তর সেঞ্চুরি, তাইজুলের দ্যুতিময় বোলিংয়ে কিউই বধ করেছিল স্বাগতিকরা। কি হলো এক সিরিজের বিরতিতে? কেন এমন পারফরম্যান্স। শান্ত বাস্তবতাগুলোই যেন তুলে ধরলেন

শান্তর ভাষ্য, ‘নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলার সময় শুনছিলাম আমরা অনেক উন্নতি করছি, ভালো করছি, আগের চেয়ে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এটা আপনাদের কাছ থেকেই অনেক সময় শুনেছি। তাই এমন না যে একদমই পরিবর্তন হয়নি। এটা বলতে পারি যে পরিবর্তন কম হয়েছে। এখন থেকে যেন আরও বেশি উন্নতি হবে। ধীরে হয়ত উন্নতি হচ্ছে। উন্নতি হয়নি এমন না।’

শান্ত কথাতে বুঝিয়ে দিয়েছেন, হুট করে এক সিরিজে পাওয়া সাফল্যতে তাদের কাছ থেকে বড় কিছু প্রত্যাশা না করতে। কেননা তাদের বড় পরিবর্তন হয়নি। আগের দিন মিরাজও বলেছেন, ‘স্কিলের ঘাটতি রয়েছে।প্রস্তুতির কমতি রয়েছে।’ সব মিলিয়ে নিজেদের উন্নতির সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এগোতে পারছেন না তারা। তবে উন্নতির প্রক্রিয়া থামাতে চান না। সামনে সকল সুযোগগুলোকে কাজে লাগাতে মুখিয়ে শান্ত,

এ প্রসঙ্গে অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় না হার থেকে মোটিভেশন আনতে হবে। আমরা যেভাবে ভালো প্রস্তুতি নিচ্ছি, কীভাবে চিন্তা করছি এটা ইম্পরট্যান্ট। এই ম্যাচটা খারাপ গেছে। সব দিক থেকেই দল হিসেবে আমরা ভালো খেলিনি। আমাদের সুযোগ ছিল কিন্তু নিতে পারিনি। পরের ম্যাচে কীভাবে আরও প্রস্তুত হয়ে আসছি, ছোট ছোট ভুল যেন না করি সেদিকে মনোযোগ দিচ্ছি।’

সিলেট/ইয়াসিন/বিজয়

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়