ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

১৭ বছর বয়সেই বাজিমাত, গড়লেন ইতিহাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ২২ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:২০, ২২ এপ্রিল ২০২৪
১৭ বছর বয়সেই বাজিমাত, গড়লেন ইতিহাস

মাত্র ১৭ বছর বয়সেই বাজিমাত করলেন ভারতীয় গ্র্যান্ড মাস্টার ডোম্মারাজু গুকেশ। সবচেয়ে কম বয়সী ভারতীয় দাবাডু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ জানানোর যোগ্যতা অর্জন করেছেন। কানাডার টরেন্টোয় ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ। এর মধ্য দিয়ে কিংবদন্তি গ্যারি কাস্পারভের চার দশক পুরনো রেকর্ড ভেঙেছেন।

আর ভারতীয় কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে ক্যান্ডিডেটস জিতলেন গুকেশ। ২০১৪ সালে এই টুর্নামেন্টের খেতাব জিতেছিলেন বিশ্বনাথন আনন্দ।

১৪ রাউন্ডের এই প্রতিযোগিতায় আমেরিকার গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরার সঙ্গে শেষ রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে গুকেশ ড্র করেন। এর আগে ফ্যাবিয়ানো করুয়ানা ও ইয়ান নেপমনিয়াচির বিরুদ্ধে ড্র হওয়ার ফলে গুকেশের শেষ রাউন্ডে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ড্র প্রয়োজন ছিল। কাঙ্খিত ড্র করে হয়ে যান চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন হয়ে ৮৮ হাজার ৫০০ ইউরো তথা ১ কোটি ৩ লাখ ৪৬ হাজার টাকা আর্থিক পুরস্কার পেয়েছেন।

চলতি বছরের শেষের দিকে গুকেশ চীনের বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনের মুখোমুখি হবেন। 

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়