ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘুরে দাঁড়িয়ে ফাইনালে যাওয়ার চ্যালেঞ্জ পিএসজির সামনে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ৭ মে ২০২৪  
ঘুরে দাঁড়িয়ে ফাইনালে যাওয়ার চ্যালেঞ্জ পিএসজির সামনে

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল প্রথম লেগে সুবিধা করতে পারেনি প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে তারা হার মানে ১-০ গোলে। তবে আশার নাম ফিরতি লেগ। আর সেই ফিরতি লেগে আজ মঙ্গলবার (০৭ মে, ২০২৪) দিবাগত রাতে ঘরের মাঠে বরুসিয়াকে আতিথ্য দিবে পিএসজি। এই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে যাওয়ার চ্যালেঞ্জ এমবাপ্পেদের সামনে।

অন্যদিকে ১১ বছর পর ফাইনালে যাওয়ার দারুণ সুযোগ বরুসিয়ার সামনে। আজ রাতে কোনোরকমে ড্র করতে পারলেই ২০১৩ সালের পর ফাইনালে নাম লেখাবে হলুদ-কালো জার্সিধারীরা। 

আরো পড়ুন:

প্রথম লেগে পিএসজির অন্তত একটি গোল দেওয়া প্রয়োজন ছিল। তাহলে কিছুটা এগিয়ে থাকতে পারতো। তবে ফিরতি লেগকে সামনে রেখে পিএসজি পুরোপুরি প্রস্তুত। তাদের কোনো ইনজুরি সমস্যা নেই। এমনকি ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালেও খেলতে প্রস্তুত তারা। শেষ পর্যন্ত টাইব্রেকারে গেলেও পিএসজিকে এগিয়ে রাখতে হবে।

এদিকে এই লেগে র‌্যামি বেনসেবাইনি ও জুলিয়েন ডুরানভিলেকে পাবে না বরুসিয়া। তারা ইনজুরিতে আছেন। তবে ইনজুরি থেকে ফিরেছেন সেবাস্তিয়েন। তাকে না খেলালেও বেঞ্চে দেখা যেতে পারে।

বরুসিয়া ডর্টমুন্ড সম্ভাব্য লাইনআপ:
কোবেল, রায়ারসন, হা্মেলস, শ্লোটারবেক, ম্যাটসেন; সাবিতজার, ক্যান, সানচো, ব্র্যান্ডট, আদেয়েমি ও ফুলক্রুগ।

পিএসজির সম্ভাব্য লাইনআপ:
দোনারুমা, হাকিমি, মারকুইনহোস, বেরালদো, মেন্ডেস, জাইর-এমেরি, ভিতিনহা, রুইজ, দেম্বেলে, এমবাপ্পে ও বারকোলা।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়