ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লডারহিলে আজও বৃষ্টি, ভারত-কানাডার টস হতে দেরি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ১৫ জুন ২০২৪   আপডেট: ২০:৪৬, ১৫ জুন ২০২৪
লডারহিলে আজও বৃষ্টি, ভারত-কানাডার টস হতে দেরি

বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় ভারত ও কানাডার মধ্যকার ম্যাচের টস হতে দেরি হচ্ছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও এখনও টসও হয়নি। রাত সোয়া ৯টায় আরেকবার মাঠ পরিদর্শনে যাবেন ম্যাচ অফিসিয়ালরা। এরপর সিদ্ধান্ত নিবেন কখন টস ও খেলা শুরু হবে।

লডারহিলে আজও বৃষ্টি, ভারত-কানাডার টস হতে দেরি:

আরো পড়ুন:

ফ্লোরিডার আবহাওয়া আজও ভালো হয়নি। গেল ১২ জুন শ্রীলঙ্কা-নেপালের ম্যাচ দিয়ে শুরু। এরপর গতকাল শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আজ শনিবারও লডারহিলে বৃষ্টি হয়েছে। সে কারণে মাঠ ভেজা আছে। তাতে করে আজকের ভারত ও কানাডার মধ্যকার ম্যাচের টস হতেও দেরি হচ্ছে।

বাংলাদেশ সময় রাত ৮টায় টস হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। ৫০ মিনিট পর অর্থাৎ ৮টা ৫০ মিনিটে মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা। এরপর সিদ্ধান্ত নিবেন পরবর্তী করণীয় সম্পর্কে।

ভারত ও যুক্তরাষ্ট্র এ গ্রুপ থেকে ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে। সে হিসেবে কানাডা ও ভারতের জন্য এই ম্যাচটি নিয়মরক্ষার। তবে কানাডা জয় দিয়ে শেষটা রাঙাতে চায়। ভারত চায় নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়