ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়াকে ১৮১ রানের টার্গেট দিল স্কটল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ১৬ জুন ২০২৪   আপডেট: ০৮:৪৪, ১৬ জুন ২০২৪
অস্ট্রেলিয়াকে ১৮১ রানের টার্গেট দিল স্কটল্যান্ড

চমকে দেওয়ার মতোই স্কোর। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ডে রান ৫ উইকেটে ১৮০।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার আজ মান বাঁচানোর লড়াই। গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া সবার প্রথমে নিশ্চিত করেছে সুপার এইট। পরের রাউন্ডে যেতে অস্ট্রেলিয়াকে কেউ চ্যালেঞ্জ জানাতে পারেনি। তিন ম্যাচেই জয় পেয়েছে তারা। 

আরো পড়ুন:

কিন্তু শেষ ম্যাচে স্কটল্যান্ড স্রেফ চমকে দিল। ব্রেন্ডন ম্যাকমুলেনের ঝড়ো ব্যাটিংয়ে বিশাল পুঁজি পেয়েছে তারা। ডানহাতি ব্যাটসম্যান ৩৪ বলে করেছেন ৬০ রান। ২ চারের সঙ্গে হাঁকিয়েছেন ৬ ছক্কা।

এছাড়া অধিনায়ক রিচি বেরিংটন ৩১ বলে ৪২ এবং ওপেনার জর্জ মুনসে ২৩ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। তিনজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে স্কটল্যান্ডের রান বড় হয়েছে।

৪৪ রানে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার গ্লেন ম্যাক্সওয়েল। 

এই ম্যাচে চোখ রাখছে ইংল্যান্ড। তারা স্কটল্যান্ডের হারের প্রহর গুনছে। এই ম্যাচ অস্ট্রেলিয়া জিতলে ইংল্যান্ড যাবে সুপার এইটে। চার ম্যাচ শেষে ইংল্যান্ডের পয়েন্ট ৫। এক ম্যাচ কম খেলে স্কটিশদের পয়েন্টও ইংল্যান্ডের সমান। রান রেটে ইংল্যান্ড (+৩.৫২১) স্কটল্যান্ড থেকে (+২.১৬৪) এগিয়ে আছে। নামিবিয়া ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বাদ পড়েছে। এর আগে ছিটকে যায় ওমান।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়