ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেলিংহামের গোলে ইংল্যান্ডের রক্ষা 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৭, ১৭ জুন ২০২৪   আপডেট: ০৩:২৪, ১৭ জুন ২০২৪
বেলিংহামের গোলে ইংল্যান্ডের রক্ষা 

ইউরোচ্যাম্পিয়নশিপ ২০২৪-এ এবার যাতারা শুরু হলো ইংল্যান্ডের। জুডে বেলিংহামের একমাত্র গোলে সার্বিয়ার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে গ্যারেথ সাউথগেটের দল।

ভেল্টিনস অ্যারেনায় রোববার বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হয় দুই দল। গ্রুপ ‘সি’ থেকে এই লড়াইয়ে ১৩ মিনিটের সময় একমাত্র গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা বেলিংহাম।

আরো পড়ুন:

ডান দিকে ওয়াকার আলতো শটে ডি বক্সে পাঠান। দারুণ হেডে বেলিংহাম বল জড়ান সার্বিয়ার জালে। পুরো ম্যাচজুড়ে একটিই গোল।

সমানতালে দুই দল আক্রমণ করেছে একে অপরের জাল লক্ষ্য করে। কিন্তু একটি ছাড়া বাকিগুলো লক্ষ্যভ্রষ্ট। ইংল্যান্ড আক্রমণ করে ৮টি, সার্বিয়া ৭টি। বল দখলের লড়াইয়ে অবশ্য এগিয়ে ছিলেন হ্যারি কেনরা। ৫৪ শতাংশ সময় বল ছিল ইংলিশদের পায়ে।

সাউথগেটের অধীনে ২০১৮ সালে থেকে এ পর্যন্ত যে কোনো বড় টুর্নামেন্টের শুরুর ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। অন্যদিকে সার্বিয়া বড় কোনো টুর্নামেন্টে ১৩ ম্যাচের মধ্যে ১০টতেই হেরেছে।

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়