ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দলের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তামিমের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ২৩ জুন ২০২৪   আপডেট: ১৭:৫৬, ২৩ জুন ২০২৪
দলের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তামিমের

ভারতের বিপক্ষে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ কোনোভাবেই মানতে পারছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ হার তো যেনতেন, দলের পরিকল্পনাই পছন্দ হয়নি তামিমের। বেশ কিছু প্রশ্নও করেছেন তামিম, যেগুলো একেবারেই যৌক্তিক।

৫০ রানের বিশাল হারের পেছনে তামিম কাঠগড়ায় দাঁড় করিয়েছেন টিম ম্যানেজমেন্টকে। দল কোনো না কোনো পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু ব্যাটিং কিংবা বোলিংয়ে পরিকল্পনার ছিঁটেফোটাও ফুটে উঠেনি। অবাক হয়ে তামিম বলেছেন, ‘দলের বেশ কিছু সিদ্ধান্তে আমি বিস্মিত।’

আরো পড়ুন:

ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী আলোচনায় যোগ দিয়ে তামিম বলেছেন, ‘যখন দেখবেন আপনার ব্যাটসম্যানরা রান করছে, আপনি তখন ১৬০-১৭০ রান তাড়া করতে আত্মবিশ্বাসী হবেন। যখন কিনা আপনি জানেন আপনার ব্যাটসম্যানরা ধুঁকছে। আমার কাছে তখন অবাক লাগে আগে বোলিং নিতে দেখে। তাদের কিছু সিদ্ধান্ত আমাকে বিস্মিত করেছে।’

গতকাল সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ টস জিতে আগে বোলিং নিয়েছিল। দিনের ম্যাচে যেখানে সতেজ উইকেটে ব্যাটিং সুবিধা সেখানে বোলিং নেওয়া কতোটা যুক্তিসঙ্গত হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভনও একই প্রশ্ন তুলেছেন। সঙ্গে দল নির্বাচনেও অবাক তামিম। কেন জাকের আলীলকে নেওয়া হয়েছে তার উত্তর পাওয়া যায়নি।

কেন তাসকিন আহমেদ সেই প্রশ্নও তামিমের, ‘আমি খুবই অবাক হয়েছি তাসকিন খেলেনি দেখে। দুই ওপেনারই বেশ কিছু রান করে ফেলেছিল। একটা সময় তানজিম সাকিব দুই উইকেট নিল। তাসকিন যদি থাকত তাহলে বাড়তি চাপ দেওয়া যেত। আরও আক্রমণ করা যেত ভারতকে। আমরা জানি শিভম দুবে শর্ট বলের বিপক্ষে দুর্বল। তাসকিনের এই গতি ছিল তাকে থামানোর।’

নতুন বলে বাঁহাতি পেসারের বিপক্ষে নিয়মিত ভুগছিলেন রোহিত ও কোহলি। অথচ এবার নতুন বলে কোনো বাঁহাতি পেসারকে বোলিং আনেননি শান্ত। শুধু তাই নয়, তানজিম নতুন বলে ভালো করছিল তাকেও বোলিংয়ে আনেননি অধিনায়ক। প্রশ্ন তুলে তামিম বলেছেন, ‘সবাই জানে বাঁহাতি পেসারের বিপক্ষে রোহিত শর্মার দুর্বলতা আছে। বাঁহাতি বোলার পেলে তার মাথায় এটা কাজ করতে পারত। বাংলাদেশ বাঁহাতি পেসার দিয়ে আক্রমণ শুরু করতে পারত। তানজিম আগের ম্যাচে নতুন বলে ভাল করেছে। আজ তাকে শুরুতে আনা হয়নি। কেউ ভালো করার পরও সব কিছু বদলে ফেলা হলো কেন?’

দলের এলোমেলো পারফরম্যান্সের পেছনে পরিকল্পনার বিশাল ঘাটতি ছিল তা বলাই যায়। দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানও একই প্রশ্ন তুলেছেন। কিন্তু উত্তরগুলো তারও অজানা। কেননা অধিনায়ক হিসেবে সব সিদ্ধান্ত নেন শান্ত, পরিকল্পনা সাজান চন্ডিকা হাথুরুসিংহে।’

ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়