ঢাকা     সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১

বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে হেমিং

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ১৭ জুলাই ২০২৪   আপডেট: ০৮:২৮, ১৭ জুলাই ২০২৪
বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে হেমিং

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দুই বছরের চুক্তিতে চাকরিতে যোগদান করলেও এক বছর কাটিয়ে চলে গেছেন কিউরেটর টনি হেমিং। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার পরবর্তী ঠিকানা। পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই অস্ট্রেলিয়ানের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে তাদের। বৃহস্পতিবার দায়িত্ব নিতে লাহোরে পৌঁছানোর কথা তার। 

ক্রিকেট মাঠ ও মাটির বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ কিউরেটর টনি হেমিংকে ২০২৩ সালের ১৭ জুলাই নিয়োগ দিয়েছিল বিসিবি। দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন হেমিং। বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়ার পার্থের ওয়াকার ক্রিকেট মাটি বিশেষজ্ঞ ও পরামর্শক ছিলেন। অত্যন্ত পরিশ্রমী হেমিং দারুণ কাজ করে মন জয় করে নিয়েছিলেন বাংলাদেশেও। কিন্তু এক বছর আগেই চাকরি ছেড়ে চলে যান তিনি।

আগস্টে পাকিস্তান খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হেমিংয়ের প্রথম কাজই হবে রাওয়ালপিন্ডি এবং করাচির উইকেট প্রস্তুত করা। সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীন পাঁচটি টেস্টের পিচ প্রস্তুত করবেন হেমিং। 

বিসিবি হেমিংকে এনেছিল মূলত পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নির্মাণের জন্য। কিন্তু কাজের অগ্রগতি তো একদমই নেই। দায়িত্ব ছাড়ার পেছনে এটাও একটি কারণ থাকতে পারে। 

ইতিপূর্বে হেমিং আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ওমান ক্রিকেট একাডেমির আইসিসি পিচ কনসালট্যান্ট ছিলেন। এ ছাড়া তিনি পার্থের অপটাস স্টেডিয়ামের এরিনা ম্যানেজার, আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও শিক্ষাবিদ এবং সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের এরিনা ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়