ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতীয় দলে গাম্ভীরের ‘শেষ’ দেখছেন যোগিন্দর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ৫ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:৪২, ২৭ আগস্ট ২০২৪
ভারতীয় দলে গাম্ভীরের ‘শেষ’ দেখছেন যোগিন্দর

ভারতের কোচ হিসেবে শুরুটা ভালো করেছেন গৌতম গাম্ভীর। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম অ্যাসাইনমেন্টেই দলকে এনে দিয়েছেন সাফল্য। সিরিজ জিতেছেন ৩-০ ব্যবধানে। এরপরও কোচ হিসেবে গাম্ভীরের শেষ দেখছেন তারই এক সময়ের সতীর্থ যোগিন্দর শর্মা।

ভারতের সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছেন গাম্ভীর। সব ঠিক থাকলে তার কোচিংয়েই আরেকটি বিশ্বকাপ খেলবে ভারত। তবে গম্ভীর বেশি দিন প্রধান কোচের পদে টিকতে পারবেন না বলে মনে করছেন যোগিন্দর। 

আরো পড়ুন:

যোগিন্দর বর্তমানে পুলিশের চাকরি করছেন। একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে যোগিন্দর বলেন, ‘গৌতম গম্ভীর ভারতের দল পরিচালনার দায়িত্বে আছে। কিন্তু আমার মনে হয়, সে বেশি দিন এই দায়িত্বে টিকতে পারবে না।’

কেন টিকতে পারবে না? সেটাও ব্যাখ্যা করেছেন ভারতকে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জেতানো যোগিন্দর, ‘তার (গাম্ভীর) নিজস্বতা আছে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পছন্দ করে। এমনও হতে পারে তার সিদ্ধান্ত ক্রিকেটারদের পছন্দ হবে না। অনেকবার দেখেছি, তার সিদ্ধান্তগুলো এমন, যা অন্যরা পছন্দ করে না।’

তবে গাম্ভীরের সোজা চলার দিকটারও প্রশংসা করেছেন সাবেক এই ভারতীয়, ‘গম্ভীর সরাসরি কথা বলার মানুষ। সে কারও কাছে যাওয়ার মানুষ নয়, কাউকে তোষামোদও করবে না। আমরা এ জন্য তাকে পছন্দ করি, কৃতিত্ব দিই। সে তার কাজটা নিবেদন ও সততা দিয়ে করে থাকে।’ 
গম্ভীর ও যোগিন্দর দুজনই ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য। যোগিন্দরের আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র ৮ ম্যাচের হলেও স্মরণীয় হয়ে আছেন ২০০৭ বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে ম্যাচ জেতানোর কারণে।

কোচ হিসেবে একেবারেই নবিশ গাম্ভীর। তবে পরামর্শক হিসেবে বেশ সফল। ২০২১ ও ২০২২ আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেন প্লে অফ। ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের হিসেবে জেতেন শিরোপা। আইপিএল পারফরম্যান্সের ভিত্তিতেই তাকে কোচের দায়িত্ব তুলে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ঢাকা/বিজয়/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়