ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভ্যান্ডারসের ৬ উইকেটে এলোমেলো ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১০, ৪ আগস্ট ২০২৪  
ভ্যান্ডারসের ৬ উইকেটে এলোমেলো ভারত

এর আগে ২১ ওয়ানডে খেললেও বলার মতো কোনো অর্জন নেই জেফরি ভ্যান্ডারসের। নিজের ২২তম ম্যাচে শ্রীলঙ্কান এই লেগ স্পিনার যা করলেন তা রীতিমত বিস্ময়কর। জাদুকরী বোলিংয়ে ৬ উইকেট নিলেন এক স্পেলেই। তাতে ওলটপালট ভারতের ব্যাটিং। 

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে যেখানে জয়ের পথে ছিল ভারত, ভ্যান্ডারসের ৬ উইকেটে ছন্দপতনে ম্যাচ হেরেছে গৌতম গাম্ভীরের দল। প্রথম ওয়ানডে টাই হওয়ার পর দ্বিতীয় ওয়ানডে হেরেছে টিম ইন্ডিয়া। ৩২ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা। 

আরো পড়ুন:

কলম্বোতে টস জিতে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটিং ভালো হয়নি। ভারতের বোলাররা লক্ষ্য নাগালে রেখেছিল। ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে কেবল ২৪০ রান। জবাবে ভারত পাওয়ার প্লে’তে ৭৬ এবং উদ্বোধনী জুটিতে ৯৭ রান তুলে নেয়। মনে হচ্ছিল রোহিত শর্মা ও শুভমান গিল ম্যাচটা সহজেই জিতিয়ে আসবেন। কিন্তু ভ্যান্ডারসের দান তখনও বাকি ছিল। 

৩৪ বছর বয়সী স্পিনার নিজের দ্বিতীয় ওভারে ব্রেক থ্রু এনে দেন। ফেরান ভারতের অধিনায়ক রোহিতকে (৬৪)। এরপর একে একে তার শিকার গিল (৩৫), দুবে (০), কোহলি (১৪), আইয়ার (৭) ও রাহুল (০)। ৯৭ থেকে ১৪৭ রানে যেতে ৬ উইকেট নেই ভারতের। সবকটি উইকেটই পেয়েছেন তিনি। তাও এক স্পেলে। তার ছোবলে ভারত আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। 

শেষ দিকে শ্রীলঙ্কার অধিনায়ক আসালাঙ্কা ৩ উইকেট নিলে ম্যাচটা সহজেই জিতে নেয় স্বাগতিকরা। ২০৮ রানে অলআউট ভারত। অক্ষর পাটেল ৪৪ রান করে পরাজয়ের ব্যবধান কমান।

শ্রীলঙ্কার ব্যাটিংও তেমন জমেনি। ১৩৬ রান তুলতেই ৬ ব্যাটসম্যানকে হারায় তারা। সেখান থেকে দুনিথ ওয়েলাগে ও কামিন্দু মেন্ডিস জুটি বাঁধেন। ৭২ রান যোগ করেন সপ্তম উইকেটে। ওয়েলাগে ৩৯ ও মেন্ডিস ৪০ রান করেন। তাদের ফেরার পর স্বাগতিকদের ইনিংস আর বড় হয়নি। 

ভারতের হয়ে বল হাতে ওয়াসিংটন সুন্দর ৩০ রানে ৩ উইকেট নেন। ২ উইকেট পেয়েছেন কুলদ্বীপ যাদব। 

৭ আগস্ট একই মাঠে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। ভারত সিরিজটি বাঁচাতে পারে কিনা দেখার।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়