ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন দিন বিলম্বে পাকিস্তান সফরে বাংলাদেশ ‘এ’ দল 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ৯ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:৪২, ৯ আগস্ট ২০২৪
তিন দিন বিলম্বে পাকিস্তান সফরে বাংলাদেশ ‘এ’ দল 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনে সব অঙ্গনের মতো ক্রীড়াঙ্গনেও স্থবিরতা বিরাজ করছিল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তার ধারাবাহিকতায় পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দল। 

শুক্রবার (৯ আগস্ট) সকালে ‘এ’ দল ঢাকা ত্যাগ করে। এর আগে তাদের যাওয়ার কথা ছিল ৬ আগস্ট। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে থমকে যায় সব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিবৃতি দিয়ে জানিয়েছিল, কমপক্ষে ৪৮ ঘণ্টা বিলম্ব হতে পারে। সেটি গড়ায় তিন দিনে।  

আরো পড়ুন:

এই সফরের এনামুল হক বিজয়ের নেতৃত্বে দুটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’। আর তিনটি ওয়ানডে খেলবে তাওহীদ হৃদয়ের নেতৃত্বে। 

ক্রিকেটারদের যেতে বিলম্ব হওয়ায় সুচিরও পরিবর্তন ঘটেছে। ১৩ আগস্ট থেকে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় ও শেষটি হবে ২০ আগস্ট থেকে। তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ আগস্ট। 

এই সফরে ক্রিকেটারদের জন্য বড় সুযোগ দেখছেন দলের সঙ্গে থাকা নির্বাচক আব্দুর রাজ্জাক, ‘খুবই বড় সুযোগ বাংলাদেশের দলের জন্য। সবচেয়ে বড় ব্যাপার হলো, যেখানে জাতীয় দল খেলতে যাবে, সেখানে ‘এ’ দল আগে যাচ্ছে। যেটা আমরা সাধারণত ভারতীয় দলের ক্ষেত্রে দেখি।’ 

‘যখনই যে কোনো দেশে জাতীয় দল যায়, ওরা আগে ‘এ’ দলটা পাঠিয়ে দেয়। যাতে করে কন্ডিশন বা যদি এমন কেউ থাকে অনুশীলন করিয়ে নেওয়ার মতো, সেটা করায়। আমাদের ক্ষেত্রেও কিছুটা অমনই। অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশনটা নতুন হবে। যারা আপকামিং, তাদের জন্য প্রতিটা কন্ডিশনে পরীক্ষা দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য আসলে’-আরও যোগ করেন রাজ্জাক। 

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়