ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনায় মুখ খুললেন হরভজন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ১৯ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:৪৮, ১৯ আগস্ট ২০২৪
কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনায় মুখ খুললেন হরভজন

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার মুখ খুললেন হরভজন সিং। ভারতের সাবেক এই স্পিনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেন। সেখানে তিনি এই ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার কার্যকর করার দাবি জানান। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানান।

খোলার চিঠির ক্যাপশনে তিনি লিখেন, ‘কলকাতার ধর্ষণের পর হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের বিলম্ব দেখে যারপরনাই ক্ষুব্ধ হচ্ছি। এটা এমন একটি ঘটনা যেটা আমাদের সকলের বিবেককে নাড়া দিয়েছে। তাই আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখতে বাধ্য হলাম। আমি মমতা ব্যানাজী জি এবং সম্মানিত গভর্নরকে এই বিষয়ে দ্রুত, বুদ্ধিদীপ্ত ও বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

আরো পড়ুন:

‘নারীদের নিরাপত্তা ও মর্যাদা আপোষহীন একটি বিষয়। এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের অবশ্যই আইনের শাসনের মুখোমুখি করতে হবে। তাদের শাস্তি হতে হবে দৃষ্টান্তমূলক। কেবল তাহলেই আমাদের সিস্টেমের প্রতি মানুষের আস্থা ফিরতে শুরু করবে। পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে যে, এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। আমাদের এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে যেখানে নারীরা নিরাপদ ও সুরক্ষিতবোধ করবে। আমাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত এমন সমাজ এখন প্রতিষ্ঠা না হলে কবে হবে? আমার মনে হয় তেমনটি করার সময় এসেছে।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়