ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

দশমিনায় মার্সেল ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠিত

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ৩০ নভেম্বর ২০২৪  
দশমিনায় মার্সেল ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠিত

‘‘মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারোমাস’’ প্রতিপাদ্য বিষয়ে পটুয়াখালীর দশমিনায় মার্সেল ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল চারটায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ৯০ মিনিটের খেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা নামিদামি খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।

ফাইনাল ম্যাচ শুরুর আগেই হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে মাঠ। মার্সেলের আয়োজনে অনুষ্ঠিত এই ফুটবল লিগের ফাইনালে মুখোমুখি হয় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সোনালী অতীত একাদশ ও নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় সোনালী অতীত একাদশ। ম্যাচে ১-০ গোলে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সোনালী অতীত জয়লাভ করে। এসময় বিজয়ীদের পুরষ্কার হিসেবে মার্সেলের পক্ষ থেকে ফ্রিজ প্রদান করা হয়।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেন ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমীন খান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলম শানু, সাবেক সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, মার্সেলের হেড অফ বিজনেস ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মোহাম্মদ মতিউর রহমান, হেড অফ সেলস ডিস্ট্রিবিউশনস নেটওয়ার্ক মো. শাহাবুল হক, রিজিওনাল সেলফ ম্যানেজার গাজী রাশেদুজ্জামান রাজু, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসাইন মৃধা ও দশমিনা মার্সেল এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর জায়েদুল ইসলাম জাইদসহ অন্যান্যরা।

পটুয়াখালী/ইমরান/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়