ঢাকা     শনিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ২ ১৪৩১

অস্ট্রেলিয়ান ওপেন

চোটের কারণে সেমিফাইনাল থেকে ছিটকে দুয়ো শুনলেন জোকোভিচ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ২৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:০৫, ২৪ জানুয়ারি ২০২৫
চোটের কারণে সেমিফাইনাল থেকে ছিটকে দুয়ো শুনলেন জোকোভিচ

নোভাক জোকোভিচকে প্রথম একক টেনিস খেলোয়াড় হিসেবে ২৫টি গ্র্যান্ড স্লামের মাইলফক ছুঁতে অন্তত ফ্রেঞ্চ ওপেন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। আজ (২৪ জানুয়ারি, ২০২৫) অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে যে, খেলার মাঝেই সরে দাঁড়ালেন এই সার্বিয়ান মহাতারকা। প্রথম সেটটা আলেক্সান্দার জভেরেভের কাছে খুইয়েই ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান চোটগ্রস্ত জোকোভিচ।

রড লেভার অ্যারেনায় প্রথম সেট চলাকালীনই পায়ে সমস্যা অনুভব করেন জোকোভিচ। তার প্রতিফলন দেখা গেল কোর্টেও। জার্মানির আলেক্সান্দার জভেরেভের বিপক্ষে ৭-৬ (৭-৫) ব্যবধানে সেটটা হারেন এই ৩৭ বছর বয়সী তারকা। তারপরই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন জোকার নামে খ্যাত ২৪ গ্র্যান্ড স্লাম ও ১০ অস্ট্রেলিয়ান ওপেনের এই মালিক।

জোকোভিচ কোর্ট ছাড়ার সময় স্বভাবসুলভ ভাবেই দর্শকদের উদ্দেশে হাত নাড়েন। তবে জমজমাট লড়াই উপভোগ করতে আশা দর্শকরা নিরাশ হয়ে সার্বিয়ান তারকাকে দুয়ো দিয়েছেন তখন। তবে রেগে না গিয়ে জবাবে থামস-আপ প্রদর্শন করেন জোকার। যার অর্থ দর্শকরা রেগে যাওয়ার অধিকার রাখেন আর ব্যাপারটা ইতিবাচক ভাবেই নিচ্ছেন জোকোভিচ।

এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকেই বোঝা যাচ্ছিল ৩৭ বছরের জোকোভিচ যে, পুরোপুরি ফিট নন। তাকে কখনও দেখা গিয়েছিল ইনহেলার নিতে, কখনও কোর্টেই মেডিকেল টাইম আউট নিয়ে সেবা গ্রহণ করতে। কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজের বিপক্ষে ম্যাচেও বাম পায়ে চোট ছিল তার। খেলার মাঝেই পায়ে ইনজুরি টেপ মেরে কোর্টে ফিরেছিলেন।

সেমিফাইনালেও তার বাঁ পায়ে বেশ ভালোমতো ইনজুরি টেপ মারা ছিল। সেই অবস্থাতেই প্রথম সেটে এক ঘণ্টা বিশ মিনিট ধরে লড়াই করলেন। টাইব্রেকারে হার মানা জোকোভিচ যে ম্যাচটাই ছেড়ে দিবেন এরপরে তখন কে জানত। সেই সুবাদেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন জেরেভ।

অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবারের মতো ফাইনালে ওঠার আনন্দ পাশে সরিয়ে জেরেভ সহানুভূতি জানালেন জোকোভিচকে, “প্রথম যে কথাটি আমি বলতে চাই, কোনো খেলোয়াড় চোট নিয়ে বাইরে চলে গেলে দয়া করে দুয়ো দেবেন না। জানি, সবাই অর্থ খরচ করে টিকেট কিনেছেন এবং পাঁচ সেটের লড়াই দেখার আশা করছেন। তবে নোভাক জোকোভিচ এমন একজন, গত ২০ বছরে যে তার জীবনের সবকিছু দিয়েছে এই খেলায়।”

রোববার (২৬ জানুয়ারি, ২০২৫) অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের ফাইনালে জেরেভের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। ছেলেদের অন্য সেমিফাইনালে ইয়ানিক সিনার ও বেন শেলটনের মধ্যে জয়ীর মুখোমুখি হবেন জার্মান তারকা। 

ঢাকা/নাভিদ


সর্বশেষ

পাঠকপ্রিয়