ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাঁচা-মরার লড়াইয়ে রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে খুলনা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ৩০ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৪৪, ৩০ জানুয়ারি ২০২৫
বাঁচা-মরার লড়াইয়ে রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে খুলনা

খুলনা টাইগার্সের জন্য বিপিএলের শেষ দুই ম্যাচই বাঁচা-মরার। জিতলে তারা টিকে থাকবে সেরা চারে যাওয়ার লড়াইয়ে। হারলেই বিদায়। প্লে’ অফে যাওয়া হবে না।

সেই লড়াইয়ে আজ তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। যারা শেষ তিন ম্যাচে প্রচন্ড বাজেভাবে হেরেছে। দুইটি রাজশাহী বিপক্ষে, একটি চিটাগং কিংসের কাছে। তবে খুলনার বিপক্ষে প্রথম দেখায় তারা ম্যাচ জিতেছিল অনায়েসে। সেই আত্মবিশ্বাস নিয়েই খুলনার বিপক্ষে মিরপুরে মাঠে নেমেছে রংপুর। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা।

আরো পড়ুন:

খুলনার একাদশে আজ খেলছেন মুশফিক হাসান। গতকাল দলের সঙ্গে যোগ দিয়ে আজই খেলার সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার।

খুলনা টাইগার্স: মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, নাসুম আহমেদ, অ্যালেক্স রস, মোহাম্মদ নওয়াজ, মুশফিক হাসান ও উইলিয়াম বোসিস্তো।

রংপুর রাইডার্স: কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, সাইফ হাসান, সাইফ উদ্দিন, সৌম্য সরকার, নাহিদ রানা, রাকিবুল হাসান জুনিয়র, তৌফিক খান তুষার, আজিজুল হাকিম তামিম, ইফতেখার আহমেদ ও আকিফ জাভেদ। 

ঢাকা/ইয়াসিন/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়