ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়াকে হুংকার দিয়ে ব্যাটিংয়ে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৩৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
অস্ট্রেলিয়াকে হুংকার দিয়ে ব্যাটিংয়ে আফগানিস্তান

ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছে আফগানিস্তান। সেমি ফাইনালের দৌড়ে এবার আফগানদের মুখোমুখি 'মাইটি অস্ট্রেলিয়া'। জিতলে নিশ্চিত শেষ চার আর হারলেও জেগে থাকবে সম্ভাবনা, বন্ধ হবে না দুয়ার। 

লাহোরে শুক্রবার হুংকার দিয়েই নামছে আফগানিস্তান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক হাশমতুল্লাহ শাহীদি। অজিদের বিপক্ষে ম্যাচ নিয়ে আফগান অধিনায়ক বলেন, 'আগের ম্যাচের পারফরম্যান্স নিয়ে আমরা খুশি। অজিদের বিপক্ষে আমাদের পরিকল্পনা রয়েছে, আশা করি আগের ম্যাচের ভুলগুলো কাটিয়ে উঠবো।'

আরো পড়ুন:

একই মাঠে ইংলিশদের বিপক্ষে খেলেছে অস্ট্রেলিয়া। রেকর্ড রান তাড়া করে জয়ের কীর্তি গড়ে স্টিভ স্মিথের দল। আফগানদের আশা স্পিন দিয়ে অজিদের বধ করা সহজ হবে। স্মিথ বলেন, 'আমরা সামনের দিকে তাকিয়ে আছি। আমরা আক্রমনাত্বক খেলার মানসিকতা নিয়ে এসেছি।'

দুই দলের একাদশে কোনো পরিবর্তন ঘটেনি। রশিদ খান-নূর আহমেদদের উপর আস্থা রেখেই গড়া হয়েছে একাদশ। ইনজুরি জর্জরিত অস্ট্রেলিয়া এবার কেমন করে সেটাই দেখার। 

অস্ট্রেলিয়া: ম্যাথু শর্ট, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশ্যানে, জস ইংলিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষম), গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জনসন। 


আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষন), ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, নূর আহমদ, ফজল হক ফারুকী।

ঢাকা/রিয়াদ/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়