ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ইমরুল হাসান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ৪ এপ্রিল ২০২৫  
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ইমরুল হাসান

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার (০৪ এপ্রিল) দুপুরে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) রেখেছেন। পরবর্তী ২৪ ঘণ্টা তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।  

এ বিষয়ে ইমরুল হাসানের ব্যক্তিগত সহকারী জানিয়েছেন, ‘‘স্যার হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’’

আরো পড়ুন:

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে বাফুফের সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন ইমরুল হাসান। ২০১৩ সাল থেকে তিনি বসুন্ধরা কিংসের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়