ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লাহোরকে চ্যাম্পিয়ন করানোর চ্যালেঞ্জ রিশাদের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৬:২২, ৭ এপ্রিল ২০২৫
লাহোরকে চ্যাম্পিয়ন করানোর চ্যালেঞ্জ রিশাদের

রিশাদ হোসেনের ঈদের আনন্দ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বিগুন করেছিল আগেই। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে তাকে অনুমতি দিয়েছে বিসিবি। পুরো আসরে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই লেগ স্পিনার।

এর আগেও পিএসএলে যাওয়ার সুযোগ হয়েছিল তার। খেলার সুযোগ ছিল বিগ ব‌্যাশ, গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেটেও। কিন্তু বিসিবি তাকে সেসবে অনুমতি দেয়নি। এবার আবেদনের কিছুদিন পরই বিসিবি তাকে পাকিস্তানে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে।

আরো পড়ুন:

এজন‌্য যারপরনাই খুশি রিশাদ। নিজের আবেগ তাই লুকালেন না, “আলহামদুলিল্লাহ যে, এনওসি পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তান। আমার মনে হয় না এর চেয়ে বড় খুশির কিছু আছে। যাচ্ছি, ভালো করার চেষ্টা করবো। টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করবো।”

আগামী ১১ এপ্রিল শুরু পিএসএলের দশম আসর। প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। পিএসএল দিয়ে দেশের বাইরের লিগে অভিষেক হতে পারে ২২ বছর বয়সী রিশাদের। দলটিতে নেই আর কোনো লেগ স্পিনার। রিশাদ লাহোরে কোচ হিসেবে পাচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর রিশাদ নজরে আসেন। পিএসএলেও নিজের ছাপ রাখতে চান তিনি, “আমি পিএসএলে যাচ্ছি এটা আমার জন্য সুযোগ। আমার ভবিষ্যতের জন্য ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। আমি চেষ্টা করবো এখান থেকে যতটুকু নেওয়া যায়।”

“কন্ডিশন নিয়ে তো এত কিছু ভাবার নাই। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব। দলের যতটুকু প্রয়োজন, ওটা দেওয়ার চেষ্টা করব। পাকিস্তানের উইকেট হিসেবে, যতগুলো ব্যাটসম্যানদের সঙ্গে খেলেছি এবং পাকিস্তানের বেশির ভাগ ব্যাটসম্যানের সম্পর্কে ধারণা আছে; এতটুক নিয়ে কাজ করছি। কে কোন জায়গায় ভালো খেলে, না খেলে; এসব আর কী।”– যোগ করেন রিশাদ।

ঢাকা/ইয়াসিন/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়