ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেসামাল বিসিবি ডেকেছে জরুরি বোর্ড মিটিং  

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ২৭ এপ্রিল ২০২৫   আপডেট: ১৪:৩৫, ২৭ এপ্রিল ২০২৫
বেসামাল বিসিবি ডেকেছে জরুরি বোর্ড মিটিং   

ফাইল ছবি- রাইজিং বিডি।

নানা কাণ্ডে বেসামাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর্থিক অনিয়মের অভিযোগ থেকে শুরু করে ক্লাব-ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের রেশারেশিতে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। এবার এসব কিছু থেকে পরিত্রাণের উপায় খুঁজতে জরুরি বোর্ড মিটিং ডেকেছে সংস্থাটি। 

আজ রোববার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় বোর্ড মিটিংটি অনুষ্ঠিত হবে। বেশিরভাগ সময়ে বিসিবি কার্যালয়ে বোর্ড মিটিং হলেও এবার এটি হবে জুমে।

আরো পড়ুন:

রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। সূত্রটি জানায়, বিকেলে জুমে বোর্ড মিটিং ডাকা হয়েছে। ফিন্যান্সিয়াল রিপোর্টসহ সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা গুলো নিয়ে বিস্তর আলোচনা ও সিদ্ধান্ত হবে এই মিটিংয়ে।

গত ২৪ মার্চ বোর্ড সভা হওয়ার কথা ছিল। কিন্তু তামিম ইকবাল হার্ট অ্যাটাক করায় সেটি বাতিল করতে হয়। মাঝে এক মাস গড়িয়ে গেলেও সেই বোর্ড মিটিং হয়নি। এবার পরিস্থিতি একটু খারাপের দিকে গেলে বোর্ড সভা ডাকে বিসিবি।

এর আগে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্তের আদেশ  বাস্তাবায়ানের জন্য জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে জুমে জরুরী বৈঠক ডেকেছিল বোর্ড। সেবার হাথুরুসিংহেকে বরখাস্তের পাশাপাশি সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়েও আলোচনা হয়েছিল।

ঢাকা/রিয়াদ/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়