ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাকিবের আগে মিরাজের অসাধারণ ডাবল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ৩০ এপ্রিল ২০২৫   আপডেট: ১৩:৩৬, ৩০ এপ্রিল ২০২৫
সাকিবের আগে মিরাজের অসাধারণ ডাবল

টেস্ট ক্রিকেটে দুই হাজার রানের মাইলফলক পেরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৮০ রানে অপরাজিত আছেন তিনি। এই ইনিংস খেলার পথে বাংলাদেশের নবম ব‌্যাটসম‌্যান হিসেবে দুই হাজার রান তুলেছেন। এর আগে সিলেটে প্রথম টেস্টে ১০ উইকেট নিয়ে মিরাজ ২০০ টেস্ট উইকেট অর্জন করার কৃতিত্ব দেখান।

টেস্ট ক্রিকেটে দুই হাজার রান ও ২০০ উইকেটের অসাধারণ ডাবল-এর কীর্তি গড়েছেন। যেখানে বাংলাদেশের হয়ে রয়েছেন কেবল সাকিব আল হাসান। তবে সাকিবের চেয়ে এক ম‌্যাচ কম খেলে মিরাজ এই অর্জনে নাম লিখিয়েছেন।

আরো পড়ুন:

দ্রুততম দুই হাজার রান ও ২০০ উইকেটের তালিকায় যৌথভাবে চারে আছেন মিরাজ। ৫৩ টেস্টে এই রেকর্ড ছুঁয়েছেন তিনি। সবার আগে ৪২ ম‌্যাচে এই কীর্তি গড়েছিলেন ইংল‌্যান্ডের স‌্যার ইয়ান বোথাম। এরপর ৫০ টেস্ট খেলে যৌথভাবে দুইয়ে আছেন পাকিস্তানের ইমরান খান ও ভারতের কপিল দেব। রবিচন্দ্রন অশ্বিনের এই রেকর্ড ছুঁতে লেগেছিল ৫১ টেস্ট। মিরাজ ও জাদেজা যৌথভাবে চার নম্বর পজিশনে রয়েছেন। দুজনের লেগেছে ৫৩ টেস্ট।

ঢাকা/ইয়াসিন/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়