ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫০ বছরের অপেক্ষা শেষে বোলোনিয়ার ইতিহাস, রোমে উল্লাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ১৫ মে ২০২৫   আপডেট: ১৩:৫৪, ১৫ মে ২০২৫
৫০ বছরের অপেক্ষা শেষে বোলোনিয়ার ইতিহাস, রোমে উল্লাস

রোমের অলিম্পিকো স্টেডিয়ামের বাতাসে বুধবার রাতে ভেসে বেড়িয়েছে বোলোনিয়ার জয়ধ্বনি। দীর্ঘ ৫১ বছরের তৃষ্ণা মিটিয়ে ইতালিয়ান কাপের শিরোপা জিতে নিল ঐতিহ্যবাহী এই ক্লাবটি। ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে এসি মিলানকে, রচনা করেছে এক নতুন অধ্যায়ের।

১৯৭৪ সালের পর এই প্রথম কোনো বড় শিরোপার মুখ দেখল বোলোনিয়া। যে সময়টাতে পুরো একটি প্রজন্ম কখনো এমন উৎসব দেখেনি, সেই ক্লাবের আকাশ এবার রঙিন করল একমাত্র গোলদাতা ড্যান নডোয়ে। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে তার করা একমাত্র গোলেই নিশ্চিত হয় বোলোনিয়ার ইতিহাস গড়া জয়।

আরো পড়ুন:

কোচ ভিনচেনজো ইতালিয়ানোর জন্য এই জয় যেন এক মধুর প্রতিশোধ। ফিওরেন্টিনার ডাগআউটে দাঁড়িয়ে তিনবার ফাইনালে হারার কষ্ট আজ মুছে গেল বোলোনিয়াকে চ্যাম্পিয়ন বানিয়ে। থিয়াগো মোটতার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়ে তিনি দলটিতে এনেছেন সংগঠিত রূপ আর দৃঢ় মানসিকতা। তার কোচিংয়ের ফলস্বরূপ বোলোনিয়া পেল বহু প্রতীক্ষিত সাফল্যের স্বাদ।

ম্যাচ শেষে খেলোয়াড়দের বুকে জড়িয়ে ধরা ইতালিয়ানোর চোখে জল ছিল গর্বের, আর গ্যালারিতে তখন হাজারো সমর্থকের নাচে-কান্নায় মিলেছে আবেগের বিস্ফোরণ। অনেকেই বলছিলেন, এমন মুহূর্ত হয়তো আর কখনো জীবনে দেখবেন না।

এক সময়ের ইউরোপ দাপানো এসি মিলানের জন্য আবারও হতাশার রাত। শেষবার তারা এই কাপ ছুঁয়েছিল ২০০৩ সালে। যে বছর তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়নও হয়েছিল। সেই স্মৃতিময় সময় আজ শুধুই অতীত। বর্তমান মিলান যেন পথ হারানো এক জাহাজ, যার গন্তব্য স্পষ্ট নয়।

এই হারের ফলে তাদের ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সম্ভাবনাও অনিশ্চিত হয়ে উঠেছে। সিরি’আ লিগের টেবিলে তারা এখন অষ্টম। ইউরোপা কনফারেন্স লিগে জায়গা করে নিতে হলে তাদের আগামী ম্যাচে রোমার বিপক্ষে জিততেই হবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়