ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেসির ম্যাজিকাল রাত, মায়ামির গোল বন্যায় ভেসে গেল কলম্বাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১ জুন ২০২৫   আপডেট: ১২:৩৯, ১ জুন ২০২৫
মেসির ম্যাজিকাল রাত, মায়ামির গোল বন্যায় ভেসে গেল কলম্বাস

আবারও লিওনেল মেসির অতিমানবীয় নৈপুণ্যে জ্বলে উঠল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) স্থানীয় সময় শনিবার রাতের ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামা ডেভিড বেকহামের দল যেন রূপকথার গল্প লিখল। ৫-১ গোলের বিশাল জয়ে সবচেয়ে উজ্জ্বল নামটি ছিল আর্জেন্টিনার ফুটবল সম্রাট মেসি।

দুটি গোলের পাশাপাশি আরও দুটি গোল বানিয়ে দিয়ে ম্যাচে প্রত্যক্ষ চার গোলের নায়ক মেসি ইন্টার মায়ামির ইতিহাসে নিজের নাম আরও একবার সোনার হরফে লিখে নিলেন। তার ঝলকেই দলটি জয়ের ধারায় ফিরল এবং লিগ টেবিলে নিজেদের অবস্থান মজবুত করল।

আরো পড়ুন:

প্রথমার্ধেই খেলার মোড় ঘুরে যায়। মাত্র ১৩ মিনিটে দুর্দান্ত এক লং পাস থেকে আলেন্দে প্রতিপক্ষের জালে বল জড়ালে মায়ামি এগিয়ে যায়। এরপর গোলরক্ষকের একটি ভুল কাজে লাগিয়ে স্কোরশিটে নিজের নাম লেখান মেসি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কলম্বাস ক্রুর রক্ষণ যেন আরও ছিন্নভিন্ন হতে থাকে। ২৪ মিনিটে সার্জিও বুসকেটসের পাস থেকে দ্বিতীয়বার বল জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন মেসি।

বিরতির পর কলম্বাস কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং এক গোল ফিরিয়েও দেয়। তবে তা ছিল ক্ষণিকের স্বস্তি। ৬৪ মিনিটে লুইস সুয়ারেজের দারুণ এক গোল আবারও মায়ামিকে ছন্দে ফেরায়। শেষ মুহূর্তে মেসির নিখুঁত পাস থেকে ফাফা পিকাল্ট প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

ম্যাচে বল দখলে দুই দল প্রায় সমান থাকলেও গোলের দিক দিয়ে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল মেসির মায়ামি। ১৪টি শটের মধ্যে ৭টি ছিল লক্ষ্যে, বিপরীতে কলম্বাস লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র একটি শট।

এই ম্যাচে একটি ঐতিহাসিক রেকর্ডও গড়ে ফেলেছেন মেসি—এমএলএসে ইন্টার মায়ামির হয়ে সর্বোচ্চ গোলদাতার আসনটি এখন এককভাবে তার। আগের রেকর্ডধারী গঞ্জালো হিগুয়েইনের ২৯ গোল ছাড়িয়ে তিনি পৌঁছে গেছেন ৩১ গোলে।

১৮ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে মায়ামি এখন লিগ টেবিলের তিন নম্বরে। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার সঙ্গে তাদের ব্যবধান মাত্র ৫ পয়েন্ট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়