ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ানডে অধিনায়কত্বও হারাতে যাচ্ছেন রিজওয়ান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ৫ জুন ২০২৫   আপডেট: ১৩:২০, ৫ জুন ২০২৫
ওয়ানডে অধিনায়কত্বও হারাতে যাচ্ছেন রিজওয়ান

টি-টোয়েন্টির পর পাকিস্তানের ওয়ানডে অধিনায়কত্বও হারাতে যাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের একাধিক গণমাধ‌্যমে এমন খবর এসেছে। এর আগে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে তাকে সরানো হয়। কেড়ে নেয়া হয় অধিনায়কত্ব। 

সালমান আগাকে বেছে নেওয়া হয় অধিনায়ক হিসেবে। ওয়ানডে ক্রিকেটেও সালমানকে অধিনায়ক করা হতে পারে। এমনটাই প্রস্তাব দিয়েছেন দলটির হেড কোচ মাইক হেসন। কিছুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে। এছাড়া নতুন করে একজন সহ অধিনায়কও নিয়োগ দেবে পিসিবি। 

রান খরা, পারফরম‌্যান্সের ঘাটতি, দলকে নেতৃত্ব দিতে না পারায় এবং মাঠের ভেতরে অগোছালো অবস্থার কারণে রিজওয়ানকে সরিয়ে দিচ্ছে পিসিবি। ওয়ানডে দলে পিসিবি তরুণদের নিয়ে দল গোছাতে চাইছে। এজন‌্য রিজওয়ানকে দলেও রাখেনি। শুধু তাকেই নয়, সময়ের অন‌্যতম সেরা বাবর আজমকেও টি-টোয়েন্টি দলে রাখছে না নির্বাচকরা। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে শাহীন শাহ আফ্রিদিও ছিলেন না। 

টি-টোয়েন্টিতে তারা বাদ পড়লেও ওয়ানডেতে এখনো নিজেদের জায়গা ধরে রেখেছেন। তবে নেতৃত্ব থেকে সরিয়ে তরুণদের হাতে দলকে তুলে দিতে চাইছে পিসিবি। এজন‌্য রিওয়ানের জায়গায় সালাম আগাকে নিয়োগ দেওয়ার সব প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। 

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়