ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিলির বিপক্ষে শুরুর একাদশেই থাকছেন মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ৫ জুন ২০২৫   আপডেট: ২০:৫৩, ৫ জুন ২০২৫
চিলির বিপক্ষে শুরুর একাদশেই থাকছেন মেসি

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে আগামীকাল শুক্রবার সকাল সাতটায় মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ চিলি। এ ম্যাচের শুরু থেকেই আলবিসেলেস্তেদের একাদশে থাকবেন লিওনেল মেসি।

আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে। 

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকে একাদশ সাজাতে একটু বেগ পেতেই হচ্ছে। কেননা নিয়মিত একাদশের একাধিক ফুটবলার চোটে দলের বাইরে। আবার কার্ড জটিলতায় খেলতে পারছেন না একাধিক তারকা। সেই তালিকায় আছেন নিকোলাস ওতামেন্ডি, লেয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজ। চোটের কারণে নেই অ্যালেক্সিস আলিস্তার। বিশ্রামে থাকবেন লাউতারো মার্তিনেজ। 

চোটের কারণে আর্জেন্টিনার শেষ ম‌্যাচ খেলতে না পারা মেসিকে এবার শুরু থেকেই দেখা যাবে। ৪-৪-২ ফরমেশনে আক্রমণভাগে তার সঙ্গী থাকবেন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। তবে আর্জেন্টিনার কোচ স্কালোনি সরাসরি নিশ্চিত করেননি মেসি শুরু থেকে থাকবেন কি না, ‘‘এমনিতে সে খেলার জন্য প্রস্তুত, তারপর আমরা মূল্যায়ন করব। সে গত শনিবার ভালো একটি ম্যাচ খেলে ফিরেছে। সে খেলার জন্য প্রস্তুত এবং আমরা সিদ্ধান্ত নেব।”  এছাড়া রদ্রিগো দি পল, এক্সেকিয়েল পালাসিওস ও জুলিয়ানো সিমিওনের মাঠে নামা একরকম নিশ্চিত। 

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে সবার আগে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ১৪ ম‌্যাচে তাদের পয়েন্ট ৩১। ১০ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে সবার নিচে চিলি। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে।
 

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়