ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দশ বছর পর সিঙ্গাপুর ফুটবল দল ঢাকায়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ৮ জুন ২০২৫   আপডেট: ১৪:৫৯, ৮ জুন ২০২৫
দশ বছর পর সিঙ্গাপুর ফুটবল দল ঢাকায়

আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর। ম্যাচটি খেলতে রোববার সকালে ঢাকায় পা রেখেছে সিঙ্গাপুর ফুটবল দল। 

১০ বছর পর বাংলাদেশে আসল সিঙ্গাপুর ফুটবল দল। সবশেষ ২০১৫ সালে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল তারা। সেবারের সফরে জয়ের স্বাদ পেয়েছিল অতিথিরা। ম্যাচ জিতেছিল ২-১ ব্যবধানে। সেই সুখস্মৃতি নিয়ে এবার ঢাকা আসল তারা। 

৪২ সদস্যের বিশাল বহর নিয়ে এসেছে সিঙ্গাপুর। ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আছেন কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ আরও ১৯ জন। বিকালে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নে অনুশীলন করার কথা সফরকারীদের।সোমবার ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবেন সিঙ্গাপুরের খেলোয়াড়রা।

দলটির ম্যানেজার এরই মধ্যে ঢাকায় এসে ম্যাচ ভেন্যু ও অনুশীলন মাঠের সুযোগ-সুবিধা যাচাই করে গেছেন।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়