ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোচ কাবরেরার পদত্যাগ দাবি, অনিশ্চয়তায় ভবিষ্যৎ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১৪ জুন ২০২৫   আপডেট: ১৫:১৩, ১৪ জুন ২০২৫
কোচ কাবরেরার পদত্যাগ দাবি, অনিশ্চয়তায় ভবিষ্যৎ

সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর নতুন করে প্রশ্নের মুখে পড়েছেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। দেশের মাটিতে এশিয়ান কাপ বাছাইপর্বে ২-১ গোলে হারের পর জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে নানা আলোচনা চলছে সমর্থক মহলে। ফুটবলপ্রেমীদের একাংশ স্প্যানিশ এই কোচের কার্যকারিতা নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছেন।

আজ শনিবার (১৪ জুন) রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় কাবরেরাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘‘আমি কোচ কাবরেরার পদত্যাগ চাই। আমাদের মূল লক্ষ্য—১৮ কোটি মানুষকে হাসাতে পারা, সেই জন্যই এই পরিবর্তন দরকার।’’

আরো পড়ুন:

তবে বিষয়টি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাবরেরার ভবিষ্যৎ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আগামী জাতীয় দল কমিটির সভায় সিঙ্গাপুর ম্যাচে দলের দুর্বল পারফরম্যান্সের ব্যাখ্যা চাইতে পারেন কর্মকর্তারা।

উল্লেখ্য, কাবরেরার বর্তমান চুক্তি ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বলবৎ রয়েছে। ফলে তাকে মাঝপথে বাদ দিতে হলে ফেডারেশনকে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হতে পারে। এ কারণে আপাতত তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে যাচ্ছে না বাফুফে।

সামগ্রিকভাবে পরিস্থিতি বেশ টালমাটাল। কোচকে ঘিরে বিতর্ক, সমর্থকদের চাপ এবং খেলার ফলাফলের হতাশা—সব মিলিয়ে কাবরেরার দিনগুলো এখন অনেকটাই অনিশ্চয়তার ছায়ায় ঢাকা।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়