রুটের ব্যাটে ইতিহাস, ভাঙলেন দ্রাবিড়-স্মিথের রেকর্ড
লর্ডসের সবুজ গালিচায় আবারও ইতিহাস গড়লেন জো রুট। প্রথম দিনের খেলা শেষে যখন ঠিক এক ধাপ দূরে দাঁড়িয়ে ছিলেন শতক থেকে, তখনই যেন পুরো রাতটা অপেক্ষা হয়ে ওঠে আরও গর্বময় এক সকালে পৌঁছানোর। আর দ্বিতীয় দিনের শুরুটা করলেন ঠিক যেভাবে তার ব্যাটিংকে চিনে ক্রিকেট বিশ্ব। ধীর, স্থির, অথচ মারকুটে। জাসপ্রিত বুমরাহর প্রথম বলেই চার মেরে পৌঁছে গেলেন ক্যারিয়ারের ৩৭তম শতকে।
এই সেঞ্চুরির সুবাদে রুট টেস্ট শতকে ছাড়িয়ে গেলেন স্টিভ স্মিথ এবং রাহুল দ্রাবিড়কে। যাদের সেঞ্চুরির সংখ্যা ৩৬ করে। এখন রুটের সামনে আছেন কেবল চার কিংবদন্তি: টেন্ডুলকার (৫১), ক্যালিস (৪৫), পন্টিং (৪১) এবং সাঙ্গাকারা (৩৮)।
ভারতের বিপক্ষে টেস্টে ৩ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন রুট। যা আগে কোনো ব্যাটসম্যান করতে পারেননি। মাত্র ৬০ ইনিংসে গড়া এই ৩০৫৯ রানই বলে দেয়, ভারত রুটের প্রিয় প্রতিপক্ষের তালিকায় এক নম্বরে।
তবে শতকের পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। বুমরাহর এক নিখুঁত ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন ১৯২ বলে ১০৪ রান করে।
ক্যাপ্টেন বেন স্টোকসও এদিন দ্রুত বিদায় নিয়েছেন। শারীরিক অসুস্থতা নিয়েও লড়াই করে ৪৪ রানে থেমেছেন। এরপর মাঠে নামেন উইকেটকিপার ব্যাটার জেমি স্মিথ। আর এসেই যেন রেকর্ড ছুঁয়ে দিলেন হাতে হাতে।
মাত্র ১৩০৩ বল খেলে টেস্টে এক হাজার রান করার কীর্তি গড়লেন স্মিথ, যা উইকেটকিপার হিসেবে সর্বনিম্ন বলে গড়া রেকর্ড। ইনিংসের হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে। মাত্র ২১ ইনিংসেই হাজার রান পূর্ণ।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ইংল্যান্ড প্রথম ইনিংসে ১০৭ ওভারে ৮ উইকেটে তুলেছে ৩৫৯ রান। জেমি স্মিথ ৫১ রান করে আউট হয়েছেন। ব্রাইডন কার্স ৩৪ রান ও জোফরা আর্চার ৪ রান নিয়ে উইকেটে রয়েছেন।
ঢাকা/আমিনুল