ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছক্কার ঝড় তুলে ৫০ বছরের পুরনো রেকর্ড ভাঙল ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১৩ জুলাই ২০২৫   আপডেট: ১৫:২৯, ১৩ জুলাই ২০২৫
ছক্কার ঝড় তুলে ৫০ বছরের পুরনো রেকর্ড ভাঙল ভারত

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসে ব্যাট হাতে একের পর এক ইতিহাস লিখে চলেছে ভারত। এবার ছক্কার ঝড় তুলে গুঁড়িয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজের ৫০ বছরের পুরনো এক নজির। বিদেশের মাটিতে এক টেস্ট সিরিজে সর্বাধিক ছক্কার রেকর্ডটি এতদিন ছিল ক্যারিবিয়ানদের দখলে, এবার সেটি নিজেদের করে নিল টিম ইন্ডিয়া।

লর্ডস টেস্টের তৃতীয় দিন শেষে ভারতীয় ব্যাটারদের ব্যাট থেকে বেরিয়ে এসেছে মোট ৩৬টি ছক্কা। ১৯৭৪-৭৫ সালে ভারতে সফররত ওয়েস্ট ইন্ডিজ দলের করা ৩২ ছক্কার রেকর্ড এতদিন ছিল সর্বোচ্চ। সেই তালিকার শীর্ষে এখন ভারতের নাম।

আরো পড়ুন:

শুধু রেকর্ড নয়, মাঠের পারফরম্যান্সেও এক কথায় দুর্দান্ত ভারতীয় দল। চলতি ইংল্যান্ড সফরে তারা এখন পর্যন্ত পাঁচটি ইনিংসেই ৩৫০-র বেশি রান তুলেছে, যা বিদেশের মাঠে ধারাবাহিক সাফল্যের স্পষ্ট প্রতিচ্ছবি। ব্যাট হাতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত, যার নামের পাশে ইতিমধ্যেই যোগ হয়েছে ১৩টি ছক্কা ও ৪০০-রও বেশি রান। তার ঠিক পরেই রয়েছেন অধিনায়ক শুভমান গিল—১২টি ছক্কার মালিক এই তরুণ ব্যাটারও সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন।

রান বাড়ানোর পাশাপাশি আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের চাপে রেখেছে পুরো ভারতীয় লাইনআপ। প্রতিটি ইনিংসেই দেখা গেছে স্বাধীনভাবে খেলতে নামা ব্যাটারদের, যারা সুযোগ পেলে ঝুঁকি নিতে দ্বিধা করছেন না। সে কারণেই হয়তো এত ছক্কার বন্যা।

বিদেশের মাটিতে টেস্ট সিরিজে সর্বাধিক ছক্কা হাঁকানো শীর্ষ পাঁচ দল:
ভারত: ৩৬ ছক্কা (ইংল্যান্ড সফর, ২০২৫),
ওয়েস্ট ইন্ডিজ: ৩২ ছক্কা (ভারত সফর, ১৯৭৪–৭৫),
নিউ জিল্যান্ড: ৩২ ছক্কা (পাকিস্তান সফর, ২০১৪–১৫),
ইংল্যান্ড: ৩২ ছক্কা (দ. আফ্রিকা সফর, ২০১৯–২০),
অস্ট্রেলিয়া: ৩১ ছক্কা (ভারত সফর, ২০০০–০১)। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়