ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এসিসি সভা: অনলাইনে যুক্ত হবে ভারত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ২৪ জুলাই ২০২৫  
এসিসি সভা: অনলাইনে যুক্ত হবে ভারত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা আজ অনুষ্ঠিত হবে ঢাকায়। প্রথমবারের মতো এসিসির সভা বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসিসির এজিএম বাংলাদেশ থেকে সরিয়ে দিতে চাপ দিয়েছিল ভারত। নয়তো তারা সভা বয়কট করবে হুমকিও দিয়েছিল। এমন খবর গণমাধ‌্যমে এসেছিল। যদিও এসিসি বা বিসিবি থেকে কোনো কথা বলা হয়নি। 

এসিসি প্রধান মহসিন নাকভি বাংলাদেশকেই আয়োজক হিসেবে চূড়ান্ত করেন। গতকাল তিনি ঢাকায় আসার মধ‌্য দিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেন। এবং সাফ জানিয়ে দেন, বাংলাদেশ থেকে কোথাও সরবে না এসিসি সভা এবং স্থগিতও হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই আয়োজনের কেবল ‘হোস্ট’। ভারতের বয়কটে তেমন কিছু করার ছিল না বাংলাদেশের।

তবে শেষ পর্যন্ত ভারত সভা বয়কট করছে না। আজকে দুপুরে শুরু হওয়া সভায় ভারত অনলাইনে যোগ দেবে। ভারতের গণমাধ‌্যম হিন্দুস্তান টাইমস বিষয়টি চূড়ান্ত করেছে। পরবর্তীতে বিসিবির এক পরিচালকও রাইজিংবিডিকে নিশ্চিত করেছে ভারতের প্রতিনিধি দল অনলাইনে সভায় যোগ দেবেন।

শুধু ভারত নয়, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল। তাদের নিয়েও শঙ্কা কেটে গেছে। বিসিবির পরিচালক আকরাম খান জানিয়েছেন, শ্রীলঙ্কার প্রতিনিধি দল আজ সকালে চলে আসবেন। আফগানিস্তানের দল গতকাল রাতেই চলে এসেছে।

জানা গেছে, বিসিবির সহ সভাপতি রাজীব শুক্লা এই সভায় যোগ দেবেন। নানা কারণে এসিসির এবারের সভাটি গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ভারতে। কিন্তু, পাকিস্তান ভারত সফর করবে না; তা আগে থেকেই জানা। ফলে এই টুর্নামেন্ট হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। ৫-২১ সেপ্টেম্বর চলবে এই প্রতিযোগিতা।

গতকাল রাতে বিসিবি একটি ডিনার হোস্ট করেছে। যেখানে এসিসির প্রতিনিধি দল, বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা এবং বিসিবির গেস্টরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়