ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে কাজ করেছি, বাংলাদেশ গর্ব করতে পারে: আমিনুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ২৪ জুলাই ২০২৫   আপডেট: ০৮:৪১, ২৪ জুলাই ২০২৫
যে কাজ করেছি, বাংলাদেশ গর্ব করতে পারে: আমিনুল

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় যোগ দিচ্ছে সবগুলো দেশ। বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন এসিসির সভা অনুষ্ঠিত হবে ঢাকায়। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই সভা অনুষ্ঠিত হবে।

পূর্ণ সদস‌্যভুক্ত তিন দেশ, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান যোগ দেবে কিনা তা নিয়ে দুঃশ্চিন্তা ছিল। তবে গতকাল রাতে শঙ্কার সব মেঘ কেটে গেছে।

বিসিবি সভাপতি ও এসিসি সভার আয়োজকের প্রধান আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, সব দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এসিসি সভা। যারা স্বশরীরে আসতে পারেনি তারা যোগ দেবে অনলাইনে। এখন পর্যন্ত কেবল ভারত ও শ্রীলঙ্কা অনলাইনে সভায় যোগ দেবে। বাকিরা চলে এসেছেন।

গতকাল রাতে এসিসির আনুষ্ঠানিক নৈশভোজ অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পথে গণমাধ‌্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। তিনি বলেছেন, ‘‘গত দুই দিন ধরে বেশ কিছু পরিকল্পনা করছি। সবার আগে ক্রিকেট। আমাদের সবার মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকত, যেহেতু বাংলাদেশে এসিসির এজিএমটা হোস্ট করছি, সেই দায়িত্বটা নিয়ে সকলের সাহায্য নিয়ে আমরা সবাইকে রাজি করাতে পেরেছি ক্রিকেটের স্বার্থে।”

“কালকের এসিসির এজিএমে সবাই অংশ নিচ্ছে। যারা আসতে পারছে না, তারা অনলাইনে যোগ দেবে। যারা এরই মধ্যে চলে এসেছে, তিনটা পূর্ণ সদস্য... আজ রাতে আফগানিস্তান আসবে। পাকিস্তান, বাংলাদেশ আছে এখানে। ভারত বলেছে অনলাইনে যোগ দেবে, শ্রীলঙ্কা যোগ দেবে। সব মিলিয়ে সবাই যুক্ত হচ্ছে।” - যোগ করেন তিনি।

বিসিবি একাধিকবার জানিয়েছেন, তারা কেবল এসিসি সভার হোস্ট এবং শুধুমাত্র লজিস্টিক সাপোর্ট দেওয়ার কাজ করছে। তবে বিসিবি যে সভাটি আয়োজন করতে বড় ভূমিকা রেখেছে এবং পূর্ণ সদস‌্যভুক্ত তিন দেশকে যুক্ত করতে পেরেছে সেই আঁচও দিয়ে রাখলেন, “আমি এখানে বিস্তারিত বলব না। তবে বাংলাদেশ গর্ব করতে পারে। আমি বিস্তারিত বলব না। তবে আমি বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে গর্ব করতে পারি, আমরা যে কাজটা করেছি।”

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়