ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুরে বিভাগীয় স্টেডিয়াম হবে শিগগিরই: যুব ও ক্রীড়া উপদেষ্টা

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ২০ আগস্ট ২০২৫  
রংপুরে বিভাগীয় স্টেডিয়াম হবে শিগগিরই: যুব ও ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, ক্রীড়া অঙ্গনে আঞ্চলিক বৈষম্য দূর করে রংপুরে দ্রুত সময়ের মধ্যে একটি বিভাগীয় স্টেডিয়াম স্থাপন করা হবে। এর ফলে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি জানান।

শনিবার (২০ আগস্ট) বিকেলে রংপুর জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘‘উত্তরাঞ্চলের প্রান্তিক পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে গুরুত্ব দিয়ে কাজ করছে যুব ও ক্রীড়া বিভাগ। খেলাধুলাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে তরুণ-যুব সমাজকে সুস্থ জাতি গঠনে কাজে লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, জেলা প্রশাসক রবিউল ফয়সালসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং অন্যান্য অতিথিবৃন্দ।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে গঙ্গাচড়া উপজেলা একাদশ ২-১ গোলে রংপুর সদর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়। তারা রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ ও বিপিএল আয়োজনের দাবি জানান।

ঢাকা/আমিরুল/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়