ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানের আফগানিস্তান বধ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ৩০ আগস্ট ২০২৫  
পাকিস্তানের আফগানিস্তান বধ

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে জয় দিয়ে যাত্রা শুরু করেছে পাকিস্তান। শুক্রবার তারা হারিয়েছে আফগানিস্তানকে। ৩৯ রানের বড় জয় পেয়েছে পাকিস্তান।

শারজাহতে আগে ব‌্যাটিংয়ে নেমে পাকিস্তান ৭ উইকেটে ১৮২ রান তোলে। জবাব দিতে নেমে আফগানিস্তান গুটিয়ে যায় ১৪৩ রানে।

পাকিস্তানের এই ম‌্যাচের জয়ের নায়ক অধিনায়ক সালমান অাগা। ৩৬ বলে ৩টি করে চার ও ছক্কায় ৫৩ রান করেন। চারে নেমে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ডানহাতি ব‌্যাটসম‌্যান। বোলিংয়ে পাকিস্তানের হয়ে ঝলক দেখিয়েছেন হারিস রউফ। ৩.৫ ওভারে ৩১ রানে ৪ উইকেট নেন হারিস।

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে তিন দল ত্রিদেশীয় সিরিজ খেলছে। শারজাহতে প্রতিযোগিতার প্রথম ম‌্যাচেই পাকিস্তান উড়ন্ত সূচনা পেল। মাঠে নামার আগে এই ম‌্যাচ নিয়ে আলোচনা হচ্ছিল বেশ। গতকাল সংবাদ সম্মেলনে, আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানকে প্রশ্ন করা হয়েছিল, ‘‘আফগানিস্তান কী এশিয়ার দ্বিতীয় সেরা দল কি না।’’
রশিদ খান নিজেদেরকে এগিয়ে রেখে উত্তর দিলেও পাশেই থাকা পাকিস্তানের অধিনায়ক সালমান আগা মুচকি হেসে তার কথা উড়িয়ে দেন। ২২ গজেও সেই প্রমাণ দিয়েছেন সালমান। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জয়ের নায়কও হয়েছেন তিনি।
পাকিস্তানের হয়ে ব‌্যাট হাতে ২১ রানের দুটি ইনিংস খেলেন শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নওয়াজ। ফখর জামানের ব‌্যাট থেকে আসে ২০ রান। শেষ দিকে ৫ বলে ১৪ রান করেন ফাহিম আশরাফ।

আফগানিস্তানের হয়ে ৪৭ রানে ২ উইকেট নেন ফরিদ আহমেদ। রশিদ ২৬ রানে ১ উইকেট পেয়েছেন। এছাড়া মুজিব উর রহমান, আজমত উল্লাহ উমারজাই ও মোহাম্মদ নবী ১টি করে উইকেট পেয়েছেন।

ব‌্যাটিংয়ে রহমানউল্লাহ গুরবাজ ভালো শুরু এনে দেন। ২৭ বলে ৩৮ রান করেন। তিনে নেমে সেদিকুল্লাহ অতল ২৩ ও দারউইশ রাসুল ২১ রান করেন। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শতরানে পৌঁছার আগেই তাদের ৭ ব‌্যাটসম‌্যান সাজঘরে।

আফগানিস্তানের পরাজয় লিখা হয়ে যায় সেখানেই। শেষ দিকে রশিদ ৫ ছক্কা ও ১ চারে ১৬ বলে ৩৯ রান করে পরাজয়ের ব‌্যবধান কমিয়ে আনেন। বোলিংয়ে শাহীন শাহ আফ্রিদি, নওয়াজ ও সুফিয়ান মুকিম ২টি করে উইকেট নেন। 

আগামীকাল একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম‌্যাচে মাঠে নামবে পাকিস্তান। 

সর্বশেষ

পাঠকপ্রিয়