বিগ ব্যাশে খেলবেন অশ্বিন, সঙ্গী পাকিস্তানি বোলার
ভারতের সাবেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আবারও শিরোনামে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার আর আইপিএল অধ্যায়কে বিদায় জানিয়ে এবার তিনি পা রাখছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল)-এ সিডনি থান্ডারের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করতে যাচ্ছেন অশ্বিন। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ফক্স ক্রিকেট ও কোড স্পোর্টসের প্রতিবেদন বলছে, আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহেই।
আইপিএলে দুইবারের শিরোপাজয়ী অশ্বিন গত ২৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্ট থেকে অবসর নেন। ২২১ ম্যাচে ১৮৭ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮৩৩ রান করেছিলেন তিনি। তার অবসরের ঘোষণাই ছিল এক নতুন অধ্যায়ের ইঙ্গিত। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার যাত্রা।
এখন সেই ইঙ্গিতই বাস্তবে রূপ নিতে চলেছে। আগামী জানুয়ারির প্রথম দিকে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-২০ শেষ করেই তিনি যোগ দেবেন সিডনি থান্ডারে। ইতোমধ্যেই পাকিস্তানের শাদাব খান ও নিউ জিল্যান্ডের লোকি ফার্গুসনকে দলে নিয়েছে থান্ডার। ইংলিশ ব্যাটার স্যাম বিলিংস আছেন দীর্ঘমেয়াদি চুক্তিতে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন অশ্বিন।
তবে বিষয়টি এত সহজ নয়। অশ্বিন এবারের বিবিএল বিদেশি ড্রাফটে নাম নিবন্ধন করেননি। ফলে তাকে খেলানোর জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশেষ ছাড় প্রয়োজন হবে। যদি সেটি মিলে যায়, তবে প্রথমবারের মতো কোনো হাই-প্রোফাইল ভারতীয় ক্রিকেটার বিবিএলে নাম লেখাবেন।
এর আগে কেবল উন্মুক্ত চাঁদ অস্ট্রেলিয়ার এই লিগে খেলেছেন ২০২১-২২ মৌসুমে। মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাত্র দুটি ম্যাচে খেলেছিলেন তিনি। কিন্তু অশ্বিনের মতো অভিজ্ঞ ও বিশ্বমানের তারকার আগমন নিঃসন্দেহে বিবিএলকে আরও মর্যাদাপূর্ণ করে তুলবে।
আইএলটি-২০, বিবিএল আর ইংল্যান্ডের দ্য হানড্রেড- অশ্বিনের পরবর্তী দিনগুলো যেন এক নতুন বিশ্বভ্রমণের মতো। ইংলিশ সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, অশ্বিন নিজে আগ্রহী আগামী মৌসুমে দ্য হানড্রেডে খেলতে। তার পরিকল্পনা পরিষ্কার- আগামী কয়েক বছর বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে নিয়মিত খেলে যেতে চান তিনি।
অশ্বিনের নাম শুনলেই ভেসে ওঠে কৌশল আর বুদ্ধিদীপ্ত ক্রিকেটের ছবি। টেস্ট হোক বা সীমিত ওভারের ক্রিকেট; তার ভাণ্ডারভর্তি বৈচিত্র্য প্রতিপক্ষকে করেছে বিপর্যস্ত। আইপিএলে তার অবদান যেমন পরিসংখ্যানে অমলিন, তেমনি ভারতের হয়ে টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন তিনি অস্ট্রেলিয়া সফরে, যেখানে রেখে গেছেন এক অনন্য ছাপ।
এখন প্রশ্ন একটাই; বিবিএলে সবুজ-কালো জার্সি গায়ে চড়ালে কি অশ্বিন আবারও নতুন গল্প লিখবেন? ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই ঐতিহাসিক প্রথম বলের জন্য।