ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এশিয়া কাপের ‘ফ্লপ’ একাদশের অধিনায়ক সূর্যকুমার, আছেন গিল-রশিদও

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ২৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:০১, ২৯ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপের ‘ফ্লপ’ একাদশের অধিনায়ক সূর্যকুমার, আছেন গিল-রশিদও

এশিয়া কাপ-২০২৫ শেষ হয়েছে। কিন্তু টুর্নামেন্টের রেশ এখনো কাটেনি। ভারত-পাকিস্তানের মধ্যকার বিতর্কিত ঘটনাগুলো যেমন আলোচনার কেন্দ্রে ছিল, তেমনি কিছু নামী-দামি এশিয়ান ক্রিকেটারের হতাশাজনক পারফরম্যান্সও নজর কেড়েছে। সেই ব্যর্থতার খতিয়ান হিসেবেই প্রকাশ করা হয়েছে এবারের ‘ফ্লপ একাদশ’, যেখানে ব্যাট-বল হাতে ব্যর্থদের জায়গা হয়েছে।

ওপেনার: সাইম আইয়ুব ও শুভমন গিল
এই তালিকার শুরুতেই ভারত-পাকিস্তানের এক জুটি। পাকিস্তানের সাইম আইয়ুব ছিলেন দলের অন্যতম ভরসা। কিন্তু পুরো টুর্নামেন্টে মাত্র ৩৭ রান করেছেন। তার মধ্যে চারবার শূন্য রানে আউট হয়েছেন। এক কথায় দুঃস্বপ্নের মতো পারফরম্যান্স।

আরো পড়ুন:

অন্যদিকে, ভারতের নতুন টি-টোয়েন্টি সহ-অধিনায়ক শুভমন গিল ছিলেন প্রত্যাশার কেন্দ্রে। কিন্তু তিনি মাত্র ১২৭ রান করেছেন, গড় মাত্র ২১। যা তার নামের পাশে একেবারেই বেমানান।

মিডল অর্ডার: জাদরান, সূর্যকুমার, সালমান, আসালাঙ্কা
আফগানিস্তানের ইব্রাহিম জাদরান তিন ম্যাচে করেছেন মাত্র ৩০ রান। ভারতের সূর্যকুমার যাদব, যিনি এই তালিকার অধিনায়ক, পুরো টুর্নামেন্টে ছিলেন নিষ্প্রভ। করেছেন মাত্র ৭২ রান। পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা এবং শ্রীলঙ্কার চরিথ আসালাঙ্কা- দুজনে করেছেন ৭২ ও ৭৫ রান। তাদের ব্যাটিং ছিল ধীর, নিষ্প্রভ এবং ম্যাচ জেতানোর মতো নয়।

স্পিনার: হাসারাঙ্গা ও ভেল্লালাগে
শ্রীলঙ্কার হাসারাঙ্গা নিয়েছেন ৮ উইকেট। কিন্তু এর ৭টিই এসেছে দুর্বল দলের বিপক্ষে। ভারতের বিপক্ষে মাত্র ১ উইকেট নিয়ে ৩৭ রান দিয়েছেন। ব্যাট হাতেও ছিলেন গড়পড়তা। তার সতীর্থ দুনিথ ভেল্লালাগে দুই ম্যাচে মাত্র ১ উইকেট পেয়েছেন, এবং আফগানিস্তানের মোহাম্মদ নবীর বিপক্ষে টানা পাঁচ ছক্কা খাওয়ার লজ্জাজনক রেকর্ডও গড়েছেন।

অন্যদিকে রশিদ খান তিন ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র ৩টি। রান দিয়েছেন ৭৩টি। হংকংয়ের বিপক্ষে ১টি ও বাংলাদেশের বিপক্ষে নিয়েছিলেন ২টি উইকেট। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন উইকেটশূন্য।

পেসার: ফারুকি, চামিরা, হর্ষিত
আফগানিস্তানের ফজলহক ফারুকি তিন ম্যাচে মাত্র ২ উইকেট নিয়েছেন, ইকোনমি রেট ৯.১০। একেবারে হতাশাজনক। শ্রীলঙ্কার দুশমন্ত চামিরা নিয়েছেন ৭ উইকেট। কিন্তু বড় দলের বিপক্ষে ছিলেন একেবারে অনুজ্জ্বল। ভারতের হর্ষিত রানা খেলেছেন মাত্র দুই ম্যাচ, কিন্তু শ্রীলঙ্কার ব্যাটারদের বিপক্ষে এমনভাবে মার খেয়েছেন যে ম্যাচটাই প্রায় হাতছাড়া হয়েছিল। তার ইকোনমি রেট ১১.২৮।

এশিয়া কাপ-২০২৫ এর ‘ফ্লপ একাদশ’:
সাইম আইয়ুব, শুভমন গিল, ইব্রাহিম জাদরান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সালমান আলি আগা, চারিথ আসালাঙ্কা, রশিদ খান, দুনিথ ভেল্লালাগে, ফজলহক ফারুকি, দুশমন্ত চামিরা ও হর্ষিত রানা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়