ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চার ফিফটিতে প্রথম দিন পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ১২ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:১৫, ১২ অক্টোবর ২০২৫
চার ফিফটিতে প্রথম দিন পাকিস্তানের

বিশ্বেসেরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোরে আজ রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হয়েছে পাকিস্তানের প্রথম টেস্ট। টস জিতে ব্যাট করতে নেমে চার ফিফটিতে ৫ উইকেটে ৩১৩ রান তুলে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। মোহাম্মদ রিজওয়ান ৬২ ও সালমান আলী আগা ৫২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তারা দুজন আগামীকাল সোমবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায় পাকিস্তান। কাগিসু রাবাদার বলে এলবিডব্লিউ হন আব্দুল্লাহ শফিক। ৩ বল খেলে ২ রান করেন তিনি। সেখান থেকে জুটি বাঁধেন ইমাম-উল-হক ও শান মাসুদ। তারা দুজন দ্বিতীয় উইকেটে ১৬১ রান তোলেন। দলীয় ১৬৩ রানের মাথায় প্রেনেলান সুব্রায়েনের বলে এলবিডব্লিউ হন শান। ৯টি চার ও ১ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলে যান অধিনায়ক।

আরো পড়ুন:

এরপর ইমাম-উল ও বাবর আজম হাল ধরেন ইনিংসের। কিন্তু ১৯৯ রানের মাথায় গিয়ে ধাক্কা খায় পাকিস্তান। এ সময় একই রানে দুজনেই আউট হওয়ার পাশাপাশি সৌদ শাকিলও আউট হন। প্রথমে সেনুরান মুথুসামির বলে আউট হন ইমাম-উল। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। এরপর পরের বলেই নতুন ব্যাটসম্যান শাকিল ফিরেন গোল্ডেন ডাক মেরে। তারপর একই রানে সিমন হারমারের বলে এলবিডব্লিউ হন বাবর। ৪ চারে ২৩ রান আসে তার ব্যাট থেকে।

সেখান থেকে রিজওয়ান ও সালমান মিলে দিন শেষ করে আসেন ৩১৩ রান তুলে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়