ক্রিকেট দল না দিলেও শুটিং দলকে ভারতে যেতে অনুমতি সরকারের
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
জাতীয় ক্রিকেট দলের ভারত সফর বাতিল হলেও দিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দলকে অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
ভারত সফরের জন্য সরকারি আদেশ (জিও) দিয়েছে মন্ত্রণালয়। আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনুমতি দেয়নি বাংলাদেশ সরকার। গ্রুপ পর্বের বাংলাদেশের চার ম্যাচ ছিল ভারতে। তিনটি কোলকাতায় ও একটি মুম্বাই। কিন্তু নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় বাংলাদেশ আইসিসিকে ভেন্যু সরানোর অনুরোধ করে।
আইসিসি বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করায় দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। বিসিবিও তা মেনে নিতে বাধ্য হয়। তবে শুটিং দলের ওপর নিরাপত্তা সংকট নেই দাবি করে মন্ত্রণালয় তাদের খেলার অনুমতি দিয়েছে।
বুধবার যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম গণমাধ্যমে বলেছেন, ‘‘বাংলাদেশ দলে একজন খেলোয়াড় ও একজন কোচ। ছোট দল। তাছাড়া স্থানীয় আয়োজকেরা আমাদের নিশ্চয়তা দিয়েছে যে নিরাপত্তার কোনো সমস্যা হবে না। প্রতিযোগিতা হবে ইনডোরে এবং সংরক্ষিত এলাকায়। ফলে নিরাপত্তার সংকট হবে না আশা করা যায়। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারতের যাওয়ার অনুমতি দিয়েছে সরকার।’’
বাংলাদেশকে এই প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম। তার কোচ হিসেবে আছেন শারমিন আক্তার।
নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় এবং বিশেষ পাসপোর্ট থাকায় রবিউলের ভারতীয় ভিসার প্রয়োজন নেই। কিন্তু শারমিনের প্রয়োজন আছে ভিসারা। দুজনের বিমানের টিকিট করা আছে ৩১ জানুয়ারির। ৫ ফেব্রুয়ারি রবিউলের ম্যাচ।
ঢাকা/ইয়াসিন/রাজীব