ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেইমারের কাণ্ড দেখে বিস্মিত সবাই! (ভিডিও)

নেছার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৬, ২৯ ডিসেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেইমারের কাণ্ড দেখে বিস্মিত সবাই! (ভিডিও)

নেইমার দ্য সিলভা জুনিয়র

ক্রীড়া ডেস্ক : খেলা মানেই বিনোদন। আর বিনোদন তো মৌলিক চাহিদারই অংশ। ফুটবল যে আরো বড় বিনোদন। সেই মঞ্চে নেইমারকে নায়ক বললেও ভুল হবে না। ভক্তরা যেভাবে বিনোদিত হতে চান সেভাবেই বিনোদনের কাজটি নেইমার করে যাচ্ছেন!

ভক্তরা চাইলে পরনের প্যান্টও খুলে দিতে পারেন তিনি? হ্যাঁ, এমনটাই করে দেখালেন হালের অন্যতম সেরা তারকা ফুটবলার। যে কাণ্ড ঘটালেন, তাতে বিস্মিত সবাই। এটাও কি করা সম্ভব!

সম্প্রতি ব্রাজিলে একটি প্রীতি ম্যাচ খেলতে যান নেইমার। ম্যাচ শেষে নিজের জার্সি ও শর্টস খুলে মাঠেই ভক্তদের উদ্দেশ্যে ছুড়ে মারেন বার্সেলোনা তারকা। সুতরাং মাঠ ছাড়ার সময় নেইমারের শরীরে আবরণ হিসেবে ছিল শুধু একটি অন্তর্বাস।

পরে জানা গেছে, কথা দিয়ে কথা রেখেছেন নেইমার। নিজ দেশের ভক্তদের আবদার মেটাতেই নাকি এমনটা করেছেন ব্রাজিলের অধিনায়ক। বুঝে নিন, ভক্তদের বিনোদন দিতে নেইমার কতটা পারদর্শী!

 


রাইজিংবিডি/ঢাকা/২৯ ডিসেম্বর ২০১৪/নেছার/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়