ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন দায়িত্বে আকরাম খান

নেছার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ১৫ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন দায়িত্বে আকরাম খান

আকরাম খান

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) অপরারেশন্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে আকরাম খানকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এটা অনুমিত ছিল আগেই। শেষ পর্যন্ত হলো ঠিক তা-ই।

 

তবে বিশ্বকাপের আগে নতুন দায়িত্ব পেয়েছেন আকরাম খান। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন তিনি। রাজধানীর হোটেল র‌্যাডিসনে পরিচালক কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

 

এদিকে বিসিবির অপরারেশনস কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হবে জেনে বিসিবির পরিচালকদের সভায় উপস্থিত হননি আকরাম খান! বলতে গেলে বিসিবির ওপর অভিমান করেছেন তিনি। তবে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান দায়িত্ব পাওয়ায় কিছুটা হলেও সেই অভিমান দূর হবে।

 

আকরাম খানের জায়গায় বিসিবির অপরারেশনস কমিটির চেয়ারম্যান দায়িত্বে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৫/নেছার/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়