ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সফরের শেষ গন্তব্যে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ইন্দোর থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সফরের শেষ গন্তব্যে বাংলাদেশ

ভারতে দ্বিপক্ষীয় সিরিজের শেষ মিশনে বাংলাদেশ খেলবে দিবারাত্রির টেস্ট। বাংলাদেশের শেষ গন্তব্য কলকাতা।

রাজধানী দিল্লি দিয়ে শুরু হয়েছিল ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সিরিজ। শেষটা হচ্ছে ভারতের প্রেসিডেন্সি সিটি কলকাতায়। রঙিন পোশাকে টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়েছিল মিশন। বাংলাদেশ দিল্লি জয় করেছিল মুশফিকুর রহিমের ব্যাটে।

শেষটাতে বাংলাদেশের লড়াই গোলাপি বলে। সাদা পোশাকে প্রথমববারের মতো দিবারাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ। ভারতও প্রথমবারের মতো নামছে গোলাপি বলে খেলতে।

ঐতিহাসিক ইডেন গার্ডেনে ২২ নভেম্বর শুরু হবে দুই দলের ম্যাচ। টেস্ট শুরু হবে স্থানীয় সময় বেলা ১টায়। শেষ রাত ৮টার মধ্যে। শিশির থেকে ম্যাচ বাঁচাতে এমন পরিকল্পনা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি)।

সৌরভ গাঙ্গুলী বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নেওয়ার পর ইডেনে ভারত ও বাংলাদেশের ম্যাচ নিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনার অংশ হিসেবে বিসিবিকে গোলাপি বলে টেস্ট খেলার আমন্ত্রণ জানান তিনি। বিসিবিও তার আমন্ত্রণ সাদরে গ্রহণ করে।

পাশাপাশি সৌরভ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিমন্ত্রণ করেছেন। ইডেন টেস্টের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতায় আসবেন। থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার মুখমন্ত্রী মমতা ব্যানার্জীও মাঠে উপস্থিত থাকবেন। সব মিলিয়ে দুই দলের প্রথম দিবারাত্রির টেস্টকে ঘিরে কলকাতায় উৎসবমুখর পরিবেশ।

ইন্দোরে প্রথম টেস্টে ভালো করতে পারেনি বাংলাদেশ। ম্যাচ হেরেছে তিন দিনেই। শেষ দুদিন ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গোলাপি বলে অনুশীলন করেছে দল। ম্যাচে নামার আগে ইডেনে আরও দুদিন অনুশীলন করবে বাংলাদেশ। দুপুর সাড়ে ১২টায় ইন্দোর ছাড়ে বাংলাদেশ দল। বিকেলের আগেই কলকাতায় চেক-ইন করেছে দল। বিশেষ বিমানে সরাসরি ইন্দোর থেকে কলকাতায় দল।

ইডেনে মুশফিক, মাহমুদউল্লাহ, মুমিনুল, মিথুনরা পেতে পাচ্ছেন সবুজ ঘাসের উইকেট। তাই সবুজ ঘাসের উইকেটে গোলাপি বল হয়ে উঠবে ব্যাটসম্যানদের জন্য কঠিন চ্যালেঞ্জের। জয় দিয়ে সফর শুরু করেছিল বাংলাদেশ। শেষটাতে জয় প্রত্যাশা করা আকাশ ছোঁয়ার সমান। ড্র হতে পারে জয়ের সমান সাফল্য!

 

ইন্দোর/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়