ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

শেবাচিম হাসপাতালে ইন্টার্নি ডাক্তারদের কর্মবিরতি

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ৮ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেবাচিম হাসপাতালে ইন্টার্নি ডাক্তারদের কর্মবিরতি

শেবাচিম হাসপাতাল (ফাইল ফটো)

নিজস্ব প্রতিবেদক
বরিশাল, ৮ ফেব্রুয়ারি : ক্যান্টিনে খাবার নিয়ে ডাক্তারকে মারধরের ঘটনায় বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসাপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্নি ডাক্তাররা।

শনিবার সকালে হাসপাতালের সাবেক জিএস আনিছুর রহমান ও ইন্টার্নি ডাক্তার আব্দুর রহমান রিজভী ক্যান্টিনে খাওয়ার পর টাকা বাকি রাখতে চাইলে ক্যান্টিন মালিক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমানের ছেলে মো. সবুজ রহমান তাদের মারধর করে।

এ ঘটনার পর প্রায় দেড় শতাধিক ইন্টার্নি ডাক্তার ও ৩ শতাধিক শিক্ষার্থী আন্দোলন শুরু করে। আন্দোলনের এক পর্যায়ে তারা কর্মবিরতির ডাক দেয়।

এ সময় ইন্টার্নি ডাক্তাররা অপরাধীদের শাস্তিসহ ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে।

আন্দোলনকারীরা হামলাকারীর বিচার ও ক্যান্টিন বন্ধ করে দেওয়াসহ ৫ দফা দাবি জানিয়ে কলেজ অধ্যক্ষ ডা. রনজিৎ চন্দ্র খা এবং হাসপাতাল পরিচালক ডা. মু. কামরুল হাসান সেলিমের কাছে স্বারকলিপি পেশ করেন।

অন্যদিকে এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ। কমিটিতে হাসপাতালের উপ-পরিচালক ডা. শহিদুল ইসলামকে প্রধান করা হয়েছে। এবং আগামীকাল রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে।

 

 

রাইজিংবিডি/জে.খান স্বপন/ সোহাগ



রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়