ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হামলাকারীদের বিচার করা হবে : ডিআইজি

অলোক সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ৭ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হামলাকারীদের বিচার করা হবে : ডিআইজি

ঝালকাঠি প্রতিনিধি : দুর্বৃত্তদের হামলায় ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া বাজার সংলগ্ন কালি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি আকরাম হোসেন।

 

সোমবার দুপুরে ঝালকাঠি জেলা পুলিশের কর্মকর্তাদের নিয়ে তিনি ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মন্দিরে হামলাকারীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়ে এলাকার মানুষদের সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

 

এ সময় ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান ও সিনিয়র পুলিশ সুপার (সার্কেল) এমএম মাহম্মুদ হাসান উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, গতকাল রোববার ভোর রাতে দুর্বৃত্তরা পোনাবালিয়া বাজার সংলগ্ন কালিমন্দিরে হামলা চালিয়ে প্রতিমা এবং পূজার সরঞ্জাম ভাঙচুর করে। এ ঘটনায়  মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

 

রাইজিংবিডি/ঝালকাঠি/৭ নভেম্বর ২০১৬/অলোক সাহা/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ