ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বিএনপি নির্বাচনে আসবে কি না, তা তাদের সিদ্ধান্ত’

ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ১১ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএনপি নির্বাচনে আসবে কি না, তা তাদের সিদ্ধান্ত’

কুমিল্লা সংবাদদাতা :  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেন, খালেদা জিয়াকে ছাড়া বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে, কি নেবে না- এটা তাদের সিদ্বান্ত।

রোববার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সুইচ টিপে গোমতী সেতুর সুপারস্ট্রাকচার কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

এ সময় ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসা, না আসা বিষয়ে সরকারের দায় নেই। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তারা নির্বাচনে অংশ নেবে, কি নেবে না-  এতে সরকারের কোনো বক্তব্য নেই। 

তিনি আরো বলেন, বিএনপিকে গণতন্ত্র রক্ষা করতে হবে না। ২০১৪ সালের ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষায় তারা আগুন, বোমা সন্ত্রাস চালিয়েছিল। ২০১৪ সালের মতো নীলনকশা থাকলে বিরত হোন। পুরনো ভুলের পুনরাবৃত্তি করলে জনগণ প্রতিহত করবে। জনগণ অনেক সচেতন, সজাগ। বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে।

বলেন, নির্ধারিত সময়ের ছয় মাস পূর্বেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হবে। এতে জনদুর্ভোগ কমবে। সময় সাশ্রয় হবে।

এ সময় সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/কুমিল্লা/১১ মার্চ ২০১৮/ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়