ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই : ডেপুটি স্পিকার

মোমেনুর রশিদ সাগর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই : ডেপুটি স্পিকার

গাইবান্ধা প্রতিনিধি : ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, বিএনপি কথায় কথায় আন্দোলনের ভয় দেখায়। এতে কোনো লাভ হবে না। কারণ আন্দোলন কত প্রকার আওয়ামী লীগ তা জানে।

রোববার দুপুরে গাইবান্ধার  সাঘাটা উপজেলার আমদিরপাড়ায় নবনির্মিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৯ সালে যে নির্বাচন হবে তাতে বিএনপি অংশ নেবে এবং  শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে। আওয়ামী লীগের সময় দেশে যে উন্নয়ন হয়েছে অন্য কোনো সময় তা হয়নি। এই উন্নয়ন দেখতে পেয়ে বিএনপি-জামায়াত ইসলামের নামে মানুষ হত্যা করছে।

স্থানীয় মসজিদ কমিটির সভাপতি আলহাজ আইয়ুব হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন-  জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, প্রাক্তন চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু, সারোয়ার জাহান পাশা,শামছুল হুদা গেদা, বেনজির আহমেদ বিজু, শামছুল আলম, বদরুল আলম সোহাগ প্রমুখ।

এর আগে প্রধান অতিথি এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরে বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের উদ্বোধন করেন প্রধান অতিথি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।



রাইজিংবিডি/গাইবান্ধা/১৯ ফেব্রুয়ারি ২০১৭/মোমেনুর রশিদ সাগর/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়