ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পাটুরিয়ায় গাড়ির চাপ বাড়ছে, ট্রাক পারাপার বন্ধ

আশরাফুল আলম লিটন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৩, ২৩ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাটুরিয়ায় গাড়ির চাপ বাড়ছে, ট্রাক পারাপার বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি : ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে পারাপার নিশ্চিত করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে পাটুরিয়া ঘাটে সকালে তেমন যানজট না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাট এলাকায় গাড়ির চাপ বাড়ছে। এই চাপ আরো বাড়বে।

শুক্রবার থেকে ঈদের তিনদিন পর পর্যন্ত ট্রাক পারাপার বন্ধ থাকবে। তবে, জরুরি কাঁচামাল ও অত্যাবশ্যকীয় পণ্য বোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ঈদের আগে তিনদিন ও পরে তিনদিন মোট ছয়দিন এই রুটে ট্রাক পারাপার বন্ধ থাকবে। যাত্রীবাহী পরিবহনগুলো নিরাপদে পার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, সকাল ৯টার দিকে ঘাটে বেশ কিছু যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়ছে। এই চাপ আরো বাড়বে। তবে ঘাটে ব্যক্তিগত গাড়ির চাপ বেশি। চাপ কমাতে ৪ ও ৫ নম্বর ফেরিঘাট দিয়ে ছোটগাড়ি পারাপার করা হচ্ছে। ছোট-বড় ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।



রাইজিংবিডি/ মানিকগঞ্জ/২৩ জুন ২০১৭/আশরাফুল আলম লিটন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ