ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৭০০০ পরিবার ঈদের আগে ভিজিএফের গম পাননি

বাদশাহ সৈকত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ২৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭০০০ পরিবার ঈদের আগে ভিজিএফের গম পাননি

কুড়িগ্রাম প্রতিনিধি : ঈদের আগে বরাদ্দকৃত ভিজিএফের গম পাননি অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়াসহ ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের সাত হাজার হতদরিদ্র পরিবার।

কুড়িগ্রামের নয়টি উপজেলার ৭২টি ইউনিয়নের মধ্যে ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুনুর রশিদের গাফলতির কারণে ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের খাদ্য শস্য বিতরণ করা হয়নি। অথচ ফুলবাড়ী উপজেলার বাকি পাঁচটি ইউনিয়নে গম বিতরণ হয়েছে।

ঈদুল ফিতরের আগে ইউনিয়নের অভাবি মানুষ ভিজিএফের সহায়তার আশায় থাকলেও তা না পেয়ে কষ্টে ঈদ পার করেছেন।

এ ব্যাপারে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জানান, ভিজিএফের বরাদ্দ পেলেও মাল পাননি। অন্য ইউনিয়নে বিতরণ প্রসঙ্গে তিনি জানান, তার ইউনিয়নের জন্য ভিজিএফের মাল উত্তোলন করলে অন্য ইউনিয়ন ঈদের আগে ভিজিএফের মাল পেত না। এ জন্য তিনি মাল উত্তোলন করেননি।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উড়াও জানান, সকল ইউপি চেয়ারম্যান ঈদের আগে ভিজিএফের গম উত্তোলন করলেও ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গমের পরিবর্তে চাল দাবি করায় তা দেওয়া সম্ভব হয়নি।



রাইজিংবিডি/কুড়িগ্রাম/২৯ জুন ২০১৭/বাদশাহ্ সৈকত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়