ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খুবিতে শিক্ষা সমাপনী অনুষ্ঠান শুরু

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ২১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুবিতে শিক্ষা সমাপনী অনুষ্ঠান শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, দিনটি শিক্ষার্থীদের জন্য আনন্দের। শিক্ষার্থীরাই পারে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন। 

এ সময় ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. আশীষ কুমার দাস, সহকারী ছাত্রবিষয়ক পরিচালকরা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে শিক্ষা সমাপনকারী শিক্ষার্থীরা মেয়েরা গোলাপি রংয়ের শাড়ি এবং ছেলেরা নির্দিষ্ট গেঞ্জি পরে বাস ও ট্রাকযোগে ক্যাম্পাস থেকে শোভাযাত্রা সহকারে নগরীর ময়লাপোতা মোড় হয়ে শিববাড়ী মোড়, নতুন রাস্তার মোড়, বয়রা বাসস্ট্যান্ড, সোনাডাঙ্গা বাস টার্মিনাল, জয়বাংলা মোড় এবং জিরো পয়েন্ট হয়ে ক্যাম্পাসে ফিরে আসে। ক্যাম্পাসে ফিরে তারা রং উৎসবে মেতে ওঠে।  

প্রথম দিনের কর্মসূচির মধ্যে ছিল বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান।  



রাইজিংবিডি/খুলনা/২১ সেপ্টেম্বর ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়