ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হত্যার দায়ে স্বামীসহ ২ জনকে মৃত্যুদণ্ড

এমএম আরিফুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২০ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হত্যার দায়ে স্বামীসহ ২ জনকে মৃত্যুদণ্ড

নাটোর সংবাদদাতা : নাটোরের সিংড়া উপজেলায় নববধূকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক হাসানুজ্জামান এই রায় দেন। 

সিংড়া উপজেলার নূরপুর গ্রামের আবু তালেবের কন্যা জাহানারার সঙ্গে ২০০৪ সালের ২৫ নভেম্বর একই উপজেলার ধুলিয়াডাঙ্গা গ্রামের আব্দুস সালাম মোল্লার  বিয়ে হয়। বিয়ের সাতদিনের মাথায় স্ত্রীকে নিয়ে বন্ধু সাইফুলের বাড়িতে বেড়াতে যায় সালাম। পরে সেখানে দুইজন মিলে জাহানারাকে হত্যার পর লাশ স্থানীয় পুকুরে ফেলে দেয়।

এ ঘটনায় নিহত জাহানারার বাবা আবু তালেব বাদী হয়ে সিংড়া থানায় চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পুলিশ সালাম ও তার বন্ধু সাইফুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়।

আদালত সাক্ষ্য প্রমাণ শেষে স্বামী আব্দুস সালাম মোল্লা ও তার সহযোগী সাইফুলকে মৃত্যুদণ্ড দিয়েছেন।



রাইজিংবিডি/নাটোর/২০ নভেম্বর ২০১৭/এমএম আরিফুল ইসলাম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়