ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইয়াবা মামলায় ৭ জনকে ১০ বছর করে জেল

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ১৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইয়াবা মামলায় ৭ জনকে ১০ বছর করে জেল

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় সাতজনকে ১০ বছর করে কারাদণ্ড প্রদান করেছে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক।

মঙ্গলবার দুপুরে বিচারক মোহাম্মদ ওসমান গণি এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- আবদুল জলিল, মুজিবুর রহমান, সাইদুর আমিন, মো. রফিক, আবদুল মালেক, মো. আয়াস ও মো. গণি। এরা সবাই কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মমতাজ আহমদ জানান, সাজাপ্রাপ্ত সাত আসামিকে ২০১৭ সালের ২৬ মার্চ সকালে সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে এক লাখ ২৮ হাজার ইয়াবাসহ আটক করে ছিল কোস্টগার্ড সদস্যরা। এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করলে পুলিশ আদালতে প্রেরণ করে। পরে পুলিশ এ সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন। আসামিরা সবাই রায় প্রদানকালে আদালতে উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/কক্সবাজার/১৬ জানুয়ারি ২০১৮/সুজাউদ্দীন রুবেল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়