ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে ফার্নেস তেলবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ২১ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ফার্নেস তেলবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালীতে ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটেছে।

বুধবার বিকেলে উপজেলার গোমদন্ডী রেলওয়ে স্টেশনের বাহির সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

রেলের লোকোমাস্টার ইসহাক ইকবাল জানান, নগরীর বটতল থেকে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের উদ্দেশ্যে আটটি ওয়াগনভর্তি ফার্নেস তেল নিয়ে ট্রেনটি ছেড়ে আসে। কালুরঘাট সেতুর পার হয়ে গোমদন্ডী রেলস্টেশনে পৌঁছার আগে ইঞ্জিনে আগুন দেখতে পান তিনি। ইঞ্জিন বন্ধ করে তা তেলবাহী ওয়াগন থেকে বিচ্যুত করে দেন।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার শামীম উজ্জামান বলেন, ফায়ার স্টেশনের একটি ইউনিট প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিনের ডায়নামো সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২১ ফেব্রুয়ারি ২০১৮/রেজাউল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়